বৃষ্টি জল ।
বৃষ্টি মানে জানা হয়নি কোন দিন
তবুও বৃষ্টিতে মন হয় উতলা
বৃষ্টি মানে খোলা জানালায় দুর দৃষ্টি
আর কদম ফুলের ঘ্রাণ।
বৃষ্টি মানে বিরক্তিতে ভরা উদাস দুপুর
বৃষ্টি মানে বই হাতে গুনগুন গান
বৃষ্টিতে জেগে ওঠে বনবীথি
জেগে ওঠে সকল বৃক্ষের প্রাণ।
বৃষ্টিতে জাগে মনের কোণে
চুপি চুপি প্রেমের দোলা
রাশি রাশি ইচ্ছেগুলোর আনন্দে ভাসা।
বৃষ্টি মানে নীল পরীর ছাদ গোসলে
মাতাল হাওয়ায় কোমর দোলা
সেই দোলার ছন্দে ছন্দে নিজেকেও হারিয়ে ফেলা।
বৃষ্টি মানে গাও গেরামে নকশি কাঁথায় সুই সুতা
বৃদ্ধ মায়ের পান সুপারির কষ্টের এক গল্প কথা।
তবুও বৃষ্টিতে মন হয় উতলা
বৃষ্টি মানে খোলা জানালায় দুর দৃষ্টি
আর কদম ফুলের ঘ্রাণ।
বৃষ্টি মানে বিরক্তিতে ভরা উদাস দুপুর
বৃষ্টি মানে বই হাতে গুনগুন গান
বৃষ্টিতে জেগে ওঠে বনবীথি
জেগে ওঠে সকল বৃক্ষের প্রাণ।
বৃষ্টিতে জাগে মনের কোণে
চুপি চুপি প্রেমের দোলা
রাশি রাশি ইচ্ছেগুলোর আনন্দে ভাসা।
বৃষ্টি মানে নীল পরীর ছাদ গোসলে
মাতাল হাওয়ায় কোমর দোলা
সেই দোলার ছন্দে ছন্দে নিজেকেও হারিয়ে ফেলা।
বৃষ্টি মানে গাও গেরামে নকশি কাঁথায় সুই সুতা
বৃদ্ধ মায়ের পান সুপারির কষ্টের এক গল্প কথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ১৬/০৯/২০২৪অসাধারণ লেখনী...
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/০৮/২০২৩অনন্যা
-
সাখাওয়াত হোসেন ০৬/১২/২০২২টিনের চালে টাপুর টুপুর বৃষ্টির শব্দ অনেককিছু মনে করিয়ে দেয়। দারুণ মনোমুগ্ধকর লেখনি।
-
অভিজিৎ হালদার ১৭/০৯/২০২২অগোছালো মনের অভিব্যক্তি যখন হয় কবিতার লাইন তখন সুন্দর হয় ভাবনা। ভালো হয়েছে।
-
মধু মঙ্গল সিনহা ১৭/০৯/২০২২খুব সুন্দর ।
-
বোরহানুল ইসলাম লিটন ১৭/০৯/২০২২বৃষ্টি মানেই সৃষ্টি
বৃষ্টি মানেই অপলক দৃষ্টি!
মুগ্ধতা ও শুভ কামনা রাখলাম অন্তহীণ সম্মানিত কবি! -
অবিনাশ রায় ১৬/০৯/২০২২ভালো লাগলো। ধন্যবাদ।