সফেদ জমিন।
সূর্যের তাপে পুড়ে সারা শরীর
মিছিলের অগ্রভাগে দাড়িয়ে স্লোগান ধরি
ঘামের গন্ধ মেখে তামাটে হয়েছে মুখ
রক্ত জমাট বাঁধা তবুও মুখে বজ্রকণ্ঠ
স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্ত গণতন্ত্র
এই আমাদের মৌলিক অধিকার ।
অনাবাদী সফেদ কাগজে লাঙ্গলের ফলায়
তুলে আনি চাপ-চাপ মাটি
শরীরের নোনা ঘাম ঝরে সিক্ত হয় জমিন
অভাবের ভরা মৌসুমেও অম্লান হাসি ।
বুনে দেবো দুঃখে ভরা বর্ণমালা
বেবাগ জমিনে অনাগত যুদ্ধের বীজ বপনে
দরকার সোনালী যৌবন
অচিরে স্বর্ণালী ফসল ঘরে তুলবো
ক্ষ্যাপাটে বাতাসে ছড়িয়ে পড়বে যুদ্ধ জয়ের নতুন ধ্বনি।
মিছিলের অগ্রভাগে দাড়িয়ে স্লোগান ধরি
ঘামের গন্ধ মেখে তামাটে হয়েছে মুখ
রক্ত জমাট বাঁধা তবুও মুখে বজ্রকণ্ঠ
স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্ত গণতন্ত্র
এই আমাদের মৌলিক অধিকার ।
অনাবাদী সফেদ কাগজে লাঙ্গলের ফলায়
তুলে আনি চাপ-চাপ মাটি
শরীরের নোনা ঘাম ঝরে সিক্ত হয় জমিন
অভাবের ভরা মৌসুমেও অম্লান হাসি ।
বুনে দেবো দুঃখে ভরা বর্ণমালা
বেবাগ জমিনে অনাগত যুদ্ধের বীজ বপনে
দরকার সোনালী যৌবন
অচিরে স্বর্ণালী ফসল ঘরে তুলবো
ক্ষ্যাপাটে বাতাসে ছড়িয়ে পড়বে যুদ্ধ জয়ের নতুন ধ্বনি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/০৫/২০২৩দুর্দান্ত
-
অভিজিৎ হালদার ১০/০৯/২০২২ভালো
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৫/০৯/২০২২সুচিন্তার মুক্ত ধ্বনি। ভাল হযেছে।
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৯/২০২২উপমার গুণনে
শব্দের বুণনে
একদম হৃদয়ষ্পর্শী নিবেদন প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত। -
শ.ম. শহীদ ০৪/০৯/২০২২দুর্দান্ত!
-
আলমগীর সরকার লিটন ০৪/০৯/২০২২বেশ অনুভব প্রকাশ কবি মহী দা