অলিখিত উপন্যাস
জীবন পথে চলতে চলতে খুঁজে পেলাম
আঁকড়ে ধরার খড়কুটো‚
পান পাতার মতো দেখতে ঠিকই
কষ্ট নামক পোকায় করেছে হৃদয় ফুটো!
বেঁচে থাকার রঙিন ছোঁয়ায়
স্বপ্ন ছিল নীল আবেগে বোনা
কত শত বেদনা চাপা পড়ে আছে
হৃদয়ের ফাটল যায় যে গোনা!
পথ হারাবে পথের ভুলে
পূর্ণতা পাবে হয়তো শেষে
ভাঙ্গা হৃদয়ের নামও লেখা হবে
প্রেমের অলিখিত উপন্যাসে।
আঁকড়ে ধরার খড়কুটো‚
পান পাতার মতো দেখতে ঠিকই
কষ্ট নামক পোকায় করেছে হৃদয় ফুটো!
বেঁচে থাকার রঙিন ছোঁয়ায়
স্বপ্ন ছিল নীল আবেগে বোনা
কত শত বেদনা চাপা পড়ে আছে
হৃদয়ের ফাটল যায় যে গোনা!
পথ হারাবে পথের ভুলে
পূর্ণতা পাবে হয়তো শেষে
ভাঙ্গা হৃদয়ের নামও লেখা হবে
প্রেমের অলিখিত উপন্যাসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ২১/০৮/২০২২খুব সুন্দর অভিব্যাক্তি।
-
মেহেদী হাসান (দিশারী) ২১/০৮/২০২২বাহ্ খুব সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/০৮/২০২২অলিখিত উপন্যাস সুন্দর লিখেছেন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৮/২০২২সুন্দর নিবেদন
-
আলমগীর সরকার লিটন ২০/০৮/২০২২খুব সুন্দর এক কাব্যিক কবি দা