www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানুষের ভিতরই মানুষ খোঁজা।

তপ্ত রোদে হলুদ পাখির ডাকহীন দুপুর
উদাস বিকেল আর বিষাদ আলো
উদিত হওয়া সূর্য ডুবো ডুবো
সন্ধ্যার ঝি ঝি পোকা‚চুপ এখন,
এইসব গত হয়ে গেলে
আমরা বোবা হয়ে যাই।

তখন চুপি চুপি কথা বলি
আঁধারে ঢলে পড়া আকাশের সাথে
নিঃসঙ্গ জ্বল জ্বল তারার সাথে_
তারা শোনে বা না শোনে
কী জানি!

তারপরও হন্যে হয়ে
কথা বলার মানুষ খুঁজি
অথচ কী আশ্চর্য এত মানুষের ভিড়েও
কথা বলার মত একটা মানুষ মিলে না!

আমি নির্বাক হয়ে অতীত মানুষের
ইতিহাস পড়ি মানুষ আসলে কখন মানুষ ছিলো ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর অনুভবে অতি চমৎকার সৃজন!
    মুগ্ধতা রইল শতভাগ!
    আন্তরিক ‍শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত!
  • সাঞ্জু ২৩/০৫/২০২২
    অসম্ভব সুন্দর লেখনি প্রিয় কবি। মানুষ তো ৩৬০ পুরুষ পূর্বেই ভলগার পাড়েই হারিয়ে ফেলেছে বিনিময় প্রথার করতলে পিষে মেরে দিয়ে। জীবনের চেয়ে জীবিকাই যখন মূখ্য সেখানে মানুষ অক্সিজেন খেতে ভুলে গেছে।
  • মধু মঙ্গল সিনহা ১৬/০৫/২০২২
    বাহ।
  • বেশ অনুভূতির ভাবনা।চমৎকার লিখেছেন।
    • ফয়জুল মহী ২১/০৩/২০২২
      জয় হোক মানবিক কবিতার। জয় হোক মননশীলতার, সৃজনশীলতার ও শুদ্ধ কবিতার। নিপাত যাক টাকা দিয়ে সাহিত্য পুরষ্কার কিনার।
  • সুন্দর!
  • খুব সুন্দর এক অনুভব প্রকাশ কবি দা
  • মানুষের মাঝেই মানুষ থাকে। অনুপম লেখনী।
  • অভিজিৎ হালদার ১৯/০৩/২০২২
    Sundor
 
Quantcast