ভালোবাসায় তুমি।
তোমাকে স্মরণ করতে ভালো লাগে
শীতের সকালে হিমেল হাওয়ায়,
রোদের উষ্ণতায় সেজদায় পড়ে।
তোমাকে ভাবতে ভালো লাগে
আমার ভালোবাসায়,
দিন বা রাতে কাজ শেষে।
স্নিগ্ধ আলোর জ্যোৎস্নায়,
কোরান পড়ার মিহি সুরে।
তোমাকে ডাকতে ভালো লাগে
আমার প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে
কারণ তুমি আছো আমার সমস্ত বিশ্বাসে
হৃদয়ের গভীর আঙ্গিনায় কিংবা বাহিরে।
তুমি রহমান, তুমি রহিম, তুমি করিম
তুমি পরম করুণাময়, তুমিই আমাকে সৃষ্টিকারী ।
শীতের সকালে হিমেল হাওয়ায়,
রোদের উষ্ণতায় সেজদায় পড়ে।
তোমাকে ভাবতে ভালো লাগে
আমার ভালোবাসায়,
দিন বা রাতে কাজ শেষে।
স্নিগ্ধ আলোর জ্যোৎস্নায়,
কোরান পড়ার মিহি সুরে।
তোমাকে ডাকতে ভালো লাগে
আমার প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে
কারণ তুমি আছো আমার সমস্ত বিশ্বাসে
হৃদয়ের গভীর আঙ্গিনায় কিংবা বাহিরে।
তুমি রহমান, তুমি রহিম, তুমি করিম
তুমি পরম করুণাময়, তুমিই আমাকে সৃষ্টিকারী ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তালাল উদ্দিন ২০/০৬/২০২২বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে।।
-
আব্দুর রহমান আনসারী ১১/০২/২০২২মনোলোভা
-
সাইয়িদ রফিকুল হক ১০/০২/২০২২সুন্দর প্রার্থনা।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১০/০২/২০২২সত্যিই খুব সুন্দর অনুভূতির প্রকাশ।
-
বোরহানুল ইসলাম লিটন ১০/০২/২০২২সুন্দর অনুভবের ছোঁয়া।