কালো আকাশ সাদা চাঁদ।
শুধু একবার কচি কচি প্রেম নিয়ে এসো
নিয়ে এসো অফুরন্ত ভালোবাসা,
ওই দুর কালো আকাশে চাঁদ,
যতটা ভালোবাসায় জেগে রয়।
যখন হৃদয় প্রচণ্ড ব্যাকুল হবে
প্রবল ভালোবাসায় কাঁদবে মন প্রাণ
সকল বাঁধা চূর্ণ করে ছুটে আসো ।
কালো কালো পাথরসম ভালোবাসা
চলার পথের খুব অন্তরায় ।
লাল গোলাপী ওড়নাটা হাওয়ায় উঠবে
টেনে নিয়ে তুমি চেপে ধরবে দাঁত দিয়ে।
বসন্ত বাতাসে এলোমেলো তোমার চুল
দৌড়ে গিয়ে খোঁপায় দিবো বেলী ফুল।
নিয়ে এসো অফুরন্ত ভালোবাসা,
ওই দুর কালো আকাশে চাঁদ,
যতটা ভালোবাসায় জেগে রয়।
যখন হৃদয় প্রচণ্ড ব্যাকুল হবে
প্রবল ভালোবাসায় কাঁদবে মন প্রাণ
সকল বাঁধা চূর্ণ করে ছুটে আসো ।
কালো কালো পাথরসম ভালোবাসা
চলার পথের খুব অন্তরায় ।
লাল গোলাপী ওড়নাটা হাওয়ায় উঠবে
টেনে নিয়ে তুমি চেপে ধরবে দাঁত দিয়ে।
বসন্ত বাতাসে এলোমেলো তোমার চুল
দৌড়ে গিয়ে খোঁপায় দিবো বেলী ফুল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৯/১২/২০২১কবি মহী দা ভাবতে ভাবতে শেষ বেলী ফুল হলো সুবাস নিচ্ছি
-
জামাল উদ্দিন জীবন ০৯/১২/২০২১সুন্দর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/১২/২০২১বেশ!
খুব ভালো লালো -
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৮/১২/২০২১বেশ বেশ।খুব সুন্দর ভালোবাসার প্রকাশ।