অতি জরুরী সতর্কতাঃ আরো বড় বিপদ ওমিক্রন।
করোনা ভাইরাসের অতি বিপদজনক নতুন ধরন শনাক্ত হয়েছে। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ইতোমধ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ ঘোষণা করেছে। এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশ ওমিক্রনের বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকাসহ ওই অঞ্চলের কয়েকটি দেশের যাত্রীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বাংলাদেশে যে কোন সময় করোনা ভাইরাসের নতুন এই ধরন ঢুকে যেতে পারে, এবং নিশ্চিত ঢুকবেই। গত কিছুদিনে দেশে সংক্রমণ কম থাকায় স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে দেশের মানুষ খুব ঢিলেঢালা ভাব দেখাচ্ছে। বাংলাদেশে এখন যেভাবে জনসমাগম হচ্ছে, স্বাস্থ্যবিধি উপেক্ষা করা হচ্ছে, তাতে যে কোন সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই সময় হতে ব্যক্তি সচেতনতার কোন বিকল্প নেই।
# অতি জরুরী প্রয়োজন ছাড়া শপিংমল, মার্কেটে যাওয়া বন্ধ রাখতে হবে।
# জনসমাগম, হাট বাজার এসব জায়গা যতটুকু সম্ভব এড়িয়ে চলতে চেষ্টা করতে হবে।
# রেস্টুরেন্টে বা হোটেলে বসে খাওয়া বন্ধ করতে হবে আপাততঃ।
# কোথাও ঘুরতে যাবার ইচ্ছা থাকলে এখন বাতিল করুন, গিয়ে হয়তো বিপদে পড়তে পারেন। তাই এসব বিলাসিতার খরচ বন্ধ করুন।
# অন্যান্য অপ্রয়োজনীয় বিলাসিতার খরচ বন্ধ করে টাকা হাতে রাখুন। ভবিষ্যতে খারাপ সময় আসছে।
# মাস্ক ব্যবহার করুণ, স্যানিটাইজার ব্যবহার করুণ।
# সবচাইতে ভয়ের কথা করোনা ভাইরাসের নতুন এই ধরন আগের ডেল্টার চাইতে অন্তত দশ গুন বেশি শক্তিশালী, এবং টিকা দেয়া থাকলেও নাকি কাজ হবে না। আল্লাহর ওয়াস্তে যার যার জায়গা থেকে সতর্ক এবং সচেতন হোন।
আল্লাহ একমাত্র ভরসা । সবার মঙ্গল কামনা করি।
বাংলাদেশে যে কোন সময় করোনা ভাইরাসের নতুন এই ধরন ঢুকে যেতে পারে, এবং নিশ্চিত ঢুকবেই। গত কিছুদিনে দেশে সংক্রমণ কম থাকায় স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে দেশের মানুষ খুব ঢিলেঢালা ভাব দেখাচ্ছে। বাংলাদেশে এখন যেভাবে জনসমাগম হচ্ছে, স্বাস্থ্যবিধি উপেক্ষা করা হচ্ছে, তাতে যে কোন সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই সময় হতে ব্যক্তি সচেতনতার কোন বিকল্প নেই।
# অতি জরুরী প্রয়োজন ছাড়া শপিংমল, মার্কেটে যাওয়া বন্ধ রাখতে হবে।
# জনসমাগম, হাট বাজার এসব জায়গা যতটুকু সম্ভব এড়িয়ে চলতে চেষ্টা করতে হবে।
# রেস্টুরেন্টে বা হোটেলে বসে খাওয়া বন্ধ করতে হবে আপাততঃ।
# কোথাও ঘুরতে যাবার ইচ্ছা থাকলে এখন বাতিল করুন, গিয়ে হয়তো বিপদে পড়তে পারেন। তাই এসব বিলাসিতার খরচ বন্ধ করুন।
# অন্যান্য অপ্রয়োজনীয় বিলাসিতার খরচ বন্ধ করে টাকা হাতে রাখুন। ভবিষ্যতে খারাপ সময় আসছে।
# মাস্ক ব্যবহার করুণ, স্যানিটাইজার ব্যবহার করুণ।
# সবচাইতে ভয়ের কথা করোনা ভাইরাসের নতুন এই ধরন আগের ডেল্টার চাইতে অন্তত দশ গুন বেশি শক্তিশালী, এবং টিকা দেয়া থাকলেও নাকি কাজ হবে না। আল্লাহর ওয়াস্তে যার যার জায়গা থেকে সতর্ক এবং সচেতন হোন।
আল্লাহ একমাত্র ভরসা । সবার মঙ্গল কামনা করি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৭/০২/২০২২বেশ ভালো
-
নাসরীন আক্তার রুবি ১৩/০১/২০২২ধন্যবাদ
-
শুভজিৎ বিশ্বাস ০৬/০১/২০২২কিন্তু শিক্ষা ব্যবস্থা কতটা পিছিয়ে যাচ্ছে বলুন তো !
আমি ভারতবর্ষ থেকে বলছি .......পশ্চিমবঙ্গে আবার আংশিক লকডাউন। শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ তালাবদ্ধ। -
শরীফ আহমেদ ০৫/০১/২০২২সচেতন মুলক কথা। অনেক ধন্যবাদ
-
নাসরীন আক্তার রুবি ০৩/০১/২০২২ধন্যবাদ সচেতনা মূলক লেখার জন্য।
-
মোঃ বুলবুল হোসেন ০২/০১/২০২২অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ২৯/১১/২০২১চিন্তার বিষয়!
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৯/১১/২০২১বেশ
-
আলমগীর সরকার লিটন ২৯/১১/২০২১বেশ সতর্কতা প্রকাশ করেছেন মহী দা সত্যই সতর্ক হই