জোনাকির আভা
কালো বিবর্ণ ও বিমূর্ত রাত
এই রাতে কথা হবে না তোমার সাথে
হবে না কোন গল্পও,
কন্ঠ হতে আসবে না গান
আসবে না কোন কবিতার আবৃত্তি
কারণ সে রাতে কবিতা হারিয়েছে ছন্দ!
গভীর অন্ধকার ধূসর রাত
যে রাতে প্রচণ্ড গরম হাওয়া,
চাঁদটাও আলোহীন,
কেটেছে আমার নির্ঘুম রাত
চোখ দুইটো স্বপ্নহীন, মহাসাগর।
কোন একদিন ভেসে আসা করুণ
আওয়জটা হৃদয়ে বাজে
ভালো থাকো চাঁদনী রাত নিয়ে
অলস দুপুরে করবো স্মরণ তোমায়
আধাঁর রাতে দেখবো জোনাকির আভায়।
এই রাতে কথা হবে না তোমার সাথে
হবে না কোন গল্পও,
কন্ঠ হতে আসবে না গান
আসবে না কোন কবিতার আবৃত্তি
কারণ সে রাতে কবিতা হারিয়েছে ছন্দ!
গভীর অন্ধকার ধূসর রাত
যে রাতে প্রচণ্ড গরম হাওয়া,
চাঁদটাও আলোহীন,
কেটেছে আমার নির্ঘুম রাত
চোখ দুইটো স্বপ্নহীন, মহাসাগর।
কোন একদিন ভেসে আসা করুণ
আওয়জটা হৃদয়ে বাজে
ভালো থাকো চাঁদনী রাত নিয়ে
অলস দুপুরে করবো স্মরণ তোমায়
আধাঁর রাতে দেখবো জোনাকির আভায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/০১/২০২২খুব সুন্দর ভাবনা।মোহনীয়, ধন্যবাদ।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৬/১১/২০২১ভাল লেখা
-
আশরাফুল হক মহিন ১১/১১/২০২১বেশ ভালো
-
খায়রুল আহসান ০২/১১/২০২১শেষের স্তবকটা সুন্দর হয়েছে। কবিতার শিরোনামটাও চমৎকার!
-
স্বপন গায়েন ২৯/১০/২০২১ভাল লাগল
-
কে. পাল ১৫/১০/২০২১Khub sundor
-
দীপঙ্কর বেরা ১০/০৯/২০২১ভাল লাগল
-
ডাঃঅলোক সরকার ২৯/০৮/২০২১জোনাকির আভায় কবি আরও আলোকিত হোক।
সুন্দরতায় শুভেচ্ছা কবি। -
মো শাকিল খান ২৮/০৮/২০২১এক ক্থায় ''অসাধারন''
-
তামিম ইসলাম ২১/০৮/২০২১সুন্দর বলছেন
-
ডাঃঅলোক সরকার ০৬/০৮/২০২১জোনাকীর আলো আরও মস্রিন হোক।কবির ভাবনাগুলো আরও প্রস্পফুটিত হোক। সুন্দর।
-
সফিউল্লাহ আনসারী ০৬/০৮/২০২১সুন্দর
-
রেদওয়ান আহমেদ বর্ণ ০১/০৮/২০২১অনিন্দ্যসুন্দর লিখেছেন প্রিয় কবি
-
রেদওয়ান আহমেদ বর্ণ ৩০/০৭/২০২১অনিন্দ্যসুন্দর লিখেছেন প্রিয়
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৭/২০২১ভালো লাগলো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৮/০৭/২০২১দারুণ
-
জামাল উদ্দিন জীবন ২৮/০৭/২০২১সুন্দর ।
-
আলমগীর সরকার লিটন ২৮/০৭/২০২১অসাধারণ পাঠে মুগ্ধতা ছড়ে গেলো কবি মহী দা