যেখানে জীবন যেমন।
মহামারী, লকডাউন, ছিন্নমূল মানুষ
রোহিঙ্গা, রিক্সা চালক এবং বাংলাদেশ।
মঞ্চ, ভাষণ আধা সত্য নাকি পুরো মিথ্যা
শ্রোতাসাধারণ জোরে দেয় হাতে তালি।
পৃথিবীকে জ্বালিয়ে করেছি মোরা পোড়া
মাটি ছাই, আর আজ পৃথিবীর একটু প্রতিশোধে
মনুষ্য জাত বেসামাল। বাংলাদেশ গরিব একটা
দেশ তবুও সুইস ব্যাংকে টাকার পাহাড়।
ডাল চাল নেতার গুদামে বস্তায় বস্তায়
সাহায্যে পাওয়া ঘর পানিতে বিলীন হয়ে যায়।
এই দেশে ঘর নয়, হাসপাতালও বিলীন হয়।
মানুষ পোড়া রক্তে হয় জুস ও জুম বাণিজ্য
আগুনে পুড়ে, দালান পড়ে, পানিতে ভেসে
মানুষ মরে অকালে তার বিচার চলে বাণিজ্যে।
রোহিঙ্গা, রিক্সা চালক এবং বাংলাদেশ।
মঞ্চ, ভাষণ আধা সত্য নাকি পুরো মিথ্যা
শ্রোতাসাধারণ জোরে দেয় হাতে তালি।
পৃথিবীকে জ্বালিয়ে করেছি মোরা পোড়া
মাটি ছাই, আর আজ পৃথিবীর একটু প্রতিশোধে
মনুষ্য জাত বেসামাল। বাংলাদেশ গরিব একটা
দেশ তবুও সুইস ব্যাংকে টাকার পাহাড়।
ডাল চাল নেতার গুদামে বস্তায় বস্তায়
সাহায্যে পাওয়া ঘর পানিতে বিলীন হয়ে যায়।
এই দেশে ঘর নয়, হাসপাতালও বিলীন হয়।
মানুষ পোড়া রক্তে হয় জুস ও জুম বাণিজ্য
আগুনে পুড়ে, দালান পড়ে, পানিতে ভেসে
মানুষ মরে অকালে তার বিচার চলে বাণিজ্যে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/০১/২০২২বেশ চিন্তনীয় প্রকাশ।
-
খায়রুল আহসান ০৫/১১/২০২১কবিতায় বাস্তবতার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। সত্যকথনে সাধুবাদ।
-
জামাল উদ্দিন জীবন ০৭/০৮/২০২১কলম চলুক ভালোবাসার পরশে
-
রেদওয়ান আহমেদ বর্ণ ২৮/০৭/২০২১অনিন্দ্যসুন্দর কথামালা প্রিয় মানুষ।
-
রেদওয়ান আহমেদ বর্ণ ২৩/০৭/২০২১অসাধারণ লিখেছেন প্রিয় কবি
-
রেদওয়ান আহমেদ বর্ণ ২৩/০৭/২০২১চরম সত্য কথা গুলো পরম ছন্দে প্রকাশ করেছেন প্রিয় কবি
-
মঈনুল ইসলাম ২০/০৭/২০২১দারুন কাব্য!
-
ডাঃঅলোক সরকার ১৮/০৭/২০২১প্রিয় কবিবন্ধু,
কবিরা কখনও মিথ্যা বলে না।সুন্দর ভাবনা ও উপস্হাপণ। -
রেদওয়ান আহমেদ বর্ণ ১৭/০৭/২০২১অসাধারণ
-
মঈনুল ইসলাম ১৬/০৭/২০২১চমৎকার হয়েছে কবি!
-
কানিজ ফাতেমা ১৬/০৭/২০২১অসাধারন