রংধনুর আড়ালে।
আকাশ ভরা উদাসী মেঘ
ঝরে তা থেমে থেমে
কদম, কেয়া নাকি প্রিয়া
কাকে তুমি মনে করো হিয়া?
যার জন্য লেখার এই আগ্রহ
এই আকাশ ভরা মেঘ দেখা
এই অঝর বৃষ্টি দেখা
সে যে মিশে গেছে
পাহাড়ের আড়ালে রংধনুতে।
শান্তি আর স্তব্ধতার মাঝে
দূরত্বের প্রাচীরটা থাক সব সময়
দূরে গিয়েও ভালোবাসা হয়।
স্তব্ধতা,নীরবতা আর
একরাশ নীল কষ্ট
আজ সবই বিষাদময়।
দূরের ভালোবাসা এমনই
আর তা কখনও বড় কষ্টের
কখনও মিহি মিহি আনন্দের।
ঝরে তা থেমে থেমে
কদম, কেয়া নাকি প্রিয়া
কাকে তুমি মনে করো হিয়া?
যার জন্য লেখার এই আগ্রহ
এই আকাশ ভরা মেঘ দেখা
এই অঝর বৃষ্টি দেখা
সে যে মিশে গেছে
পাহাড়ের আড়ালে রংধনুতে।
শান্তি আর স্তব্ধতার মাঝে
দূরত্বের প্রাচীরটা থাক সব সময়
দূরে গিয়েও ভালোবাসা হয়।
স্তব্ধতা,নীরবতা আর
একরাশ নীল কষ্ট
আজ সবই বিষাদময়।
দূরের ভালোবাসা এমনই
আর তা কখনও বড় কষ্টের
কখনও মিহি মিহি আনন্দের।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ১১/০৮/২০২১সুন্দর
-
স্বপন গায়েন ২৯/০৭/২০২১সু ন্দ র
-
কানিজ ফাতেমা ১৭/০৭/২০২১দারুণ
-
বিপ্লব খান ১৪/০৭/২০২১দারুন কবিতা টি।
-
জাগ্রত যুবক ১৩/০৭/২০২১বেশ সুন্দর ভাবনা।।
-
ন্যান্সি দেওয়ান ১০/০৭/২০২১Besh hoyche kintu.
-
এম. মাহবুব মুকুল ০৭/০৭/২০২১জীবন বিরহের সুন্দর কথামালা।
-
বিদায় বেলা ০৬/০৭/২০২১অসাধারণ লিখনশৈলী
-
ডাঃঅলোক সরকার ০৪/০৭/২০২১তাইতো । রবীন্দ্রনাথের কথায় বলি- "ছবির মধ্যেই প্রেমের বন্ধন দৃঢ়তর হয়।"সুন্দর কাব্য গাঁথা,ভালো লাগলো কবি। শুভেচ্ছা ও ভালোবাসান্তে বলি লিখে যান কবি ভবিষ্যতেও।
-
এ বি এস তুষার ০২/০৭/২০২১সুন্দর
-
মঈনুল ইসলাম ২৯/০৬/২০২১অনুপম কাব্য।
শুভকামনা। -
সানাউল্লাহ ২৭/০৬/২০২১চমৎকার মান অভিমানের কবিতা রচনা করেছেন কবি। শুভকামনা রইল কবি।
-
মোঃ বুলবুল হোসেন ২৬/০৬/২০২১অসাধারণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৬/২০২১চমৎকার
-
আলমগীর সরকার লিটন ২২/০৬/২০২১দারুণ মহী দা
-
মাহতাব বাঙ্গালী ২২/০৬/২০২১কাব্যিক ব্যঞ্জনা ভালোই লেগেছে //
আষাঢ় বৃষ্টি স্নানে
হিয়ার মাঝে
আছে যে জন
সেইতো প্রিয়া ///