সমকালীন চিত্র।
ভালোবাসি তোমাকে অথচ তুমি বদলে গেলে
চুপি চুপি বিয়ে করলে আদর্শবান ওই মাস্তানকে।
শুনেছি আমি লোকটা সম্মানিত মাস্টার মশাই
অথচ সে রোজ পিটাই করে স্কুলের শিশুদের।
কী দরকার ছিলো ভালোবাসার অভিনয়ের
অথচ বিয়ে করলে কোটি টাকার মালিককে।
তুমি শুনেছো লোকটা পরিশ্রমী, সৎ ও মানবিক
শুনেছি সে ব্যাংক ঋণ খেলাপি, ট্যাক্স ফাকিবাজ।
কত কথা, কত স্বপ্ন দিয়েছো তুলে আল্পনায়
এইসব ভুলে ঘুম আসে না একা একা বিছানায়।
দাড়ি রেখেছি গোফ রেখেছি হয়েছি মাওলানা,
লোক দেখে টিটকারি করে বলৎকারি জামানার।
লম্বা লম্বা দাড়ি দেখে লোক ভাবে সাধু বাবাজি
সুরা কেরাত জানি বলে তাবিজ বেচি চুপি চুপি।
সস্তায় বেচা তাবিজের হাদিয়ায় পেট চালানো কষ্টকর,
আসলে কী তাবিজ করে কারো কোনো উপকার?
তবুও লোক বলে মাওলানা সাহেবজি, মনে মনে
হেসে বলি ভালোবাসা, হে মানব ভালোবাসা ।
১৫—০৩—২০২১।
চুপি চুপি বিয়ে করলে আদর্শবান ওই মাস্তানকে।
শুনেছি আমি লোকটা সম্মানিত মাস্টার মশাই
অথচ সে রোজ পিটাই করে স্কুলের শিশুদের।
কী দরকার ছিলো ভালোবাসার অভিনয়ের
অথচ বিয়ে করলে কোটি টাকার মালিককে।
তুমি শুনেছো লোকটা পরিশ্রমী, সৎ ও মানবিক
শুনেছি সে ব্যাংক ঋণ খেলাপি, ট্যাক্স ফাকিবাজ।
কত কথা, কত স্বপ্ন দিয়েছো তুলে আল্পনায়
এইসব ভুলে ঘুম আসে না একা একা বিছানায়।
দাড়ি রেখেছি গোফ রেখেছি হয়েছি মাওলানা,
লোক দেখে টিটকারি করে বলৎকারি জামানার।
লম্বা লম্বা দাড়ি দেখে লোক ভাবে সাধু বাবাজি
সুরা কেরাত জানি বলে তাবিজ বেচি চুপি চুপি।
সস্তায় বেচা তাবিজের হাদিয়ায় পেট চালানো কষ্টকর,
আসলে কী তাবিজ করে কারো কোনো উপকার?
তবুও লোক বলে মাওলানা সাহেবজি, মনে মনে
হেসে বলি ভালোবাসা, হে মানব ভালোবাসা ।
১৫—০৩—২০২১।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০৬/২০২১চমৎকার।
-
ন্যান্সি দেওয়ান ১৬/০৪/২০২১Bah
-
এম এম হোসেন ১৭/০৩/২০২১ধন্যবাদ
-
সাখাওয়াত হোসেন ১৭/০৩/২০২১মাস্তান নিশ্চয়ই তাবিজ করেছে … হা হা হা
চমৎকার লিখেছেন ভাইয়া। -
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৩/২০২১Real Picture. Thanks
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০৩/২০২১দারুণ লেখা...