জীর্ণ-শীর্ণ চিন্তা।
কবিতার মরণ হয়েছে
আইন নামক জালে পড়ে
শহীদ, কিশোর, মুশতাক,
সবই আজ এক একটা মরা কবিতা।
আকাশখানি আজ মেঘে ঢাকা
বিজলী চমকায় ভয়ংকর
অভিমান গুমোট বাঁধে ,
প্রতিশ্রুতি ভাঙ্গে বারংবার।
দুঃখ-কষ্ট মেঘ হয়ে বৃষ্টি ঝরায় অঝোরে
গুমের ভয়ে চুপ থাকে হাজার কবি।
তবুও মন শীতল অনুভূতির ছোঁয়ায়,
মিথ্যা অভিনয়ে করে আবৃত্তি ।
শকুন উঠে উপর আকাশে
নিচে নামে না ভয়ে
অত্যাচারিত কবিতার দেহ পচন ধরে বাতাসে
মুশতাকের পরে লাশ হবে অন্য কোনো লেখকের।
০৫-০৩-২০২১।
আইন নামক জালে পড়ে
শহীদ, কিশোর, মুশতাক,
সবই আজ এক একটা মরা কবিতা।
আকাশখানি আজ মেঘে ঢাকা
বিজলী চমকায় ভয়ংকর
অভিমান গুমোট বাঁধে ,
প্রতিশ্রুতি ভাঙ্গে বারংবার।
দুঃখ-কষ্ট মেঘ হয়ে বৃষ্টি ঝরায় অঝোরে
গুমের ভয়ে চুপ থাকে হাজার কবি।
তবুও মন শীতল অনুভূতির ছোঁয়ায়,
মিথ্যা অভিনয়ে করে আবৃত্তি ।
শকুন উঠে উপর আকাশে
নিচে নামে না ভয়ে
অত্যাচারিত কবিতার দেহ পচন ধরে বাতাসে
মুশতাকের পরে লাশ হবে অন্য কোনো লেখকের।
০৫-০৩-২০২১।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০৬/২০২১সুন্দর প্রকাশ।
-
স্বপন গায়েন ১৫/০৫/২০২১খুব ভাল
-
আব্দুর রহমান আনসারী ০৮/০৪/২০২১খুব অসাধারন। আজেকে লেখকের স্বাধীনতা নিয়ে কেউ বলেন। ভালো লাগল।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০৩/২০২১অসাধারণ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৭/০৩/২০২১কি বুদ্ধিদীপ্ততায় অসাধারণ বিদ্রোহ!
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০৩/২০২১অনন্য সাধারণ!
-
আলমগীর সরকার লিটন ০৬/০৩/২০২১লাল স্যালুট জানাই কবি মহী দা
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৬/০৩/২০২১দারুণ
-
বোরহানুল ইসলাম লিটন ০৬/০৩/২০২১অনন্য উপলব্ধির উপস্থাপন।