আলোহীন জগত।
গরিবের সন্তান বড় হয় এতিম খানায়
বড় লোকের মা-বাপ মরে আশ্রয় কেন্দ্রে।
মাওলা এ কেমন জগত বানাইলা বুঝি না
বুঝি না মাওলা তোমার এ কেমন খেলা।
ব্যথা পাবো বলে বাপে কোন দিন চিমটি কাটে নাই
সে লোকটাকে বউয়ে এখন চোখ রাঙ্গায়।
ধমক দিয়ে বউ বলে বিয়া করলা কেন
বাপের এত আদরের পোলা বাপের কোলে থাকতা।
বাকপ্রতিবন্ধি মা আমার ফ্যাল ফ্যাল করে চায়
দমক দিয়ে বউয়ে বলে, বুড়ি এটার সেবা করা
আমার বড় দায়। বউয়ের এমন ধমক মাঝে মাঝে
বাবা শুনে চলে যেতে চায়, হাত ধরে কান্না করি।
যেও না গো বাবা এখনো আমি তোমার সেই ছোট্ট খোকা।
যখন আমি ছোট ছিলাম কত কষ্ট করেছে মা
এখনো সেই একই কষ্ট শীতের রাতে পায়।
ময়লা হওয়ার ভয়ে মাকে দেয় না নতুন তোশকটা।
মাওলা এ কেমন জগত বানাইলা বুঝি না,
বুঝি না মাওলা তোমার এ কেমন খেলা।
গীতি কবিতা।
০৮—০২—২০২১।
বড় লোকের মা-বাপ মরে আশ্রয় কেন্দ্রে।
মাওলা এ কেমন জগত বানাইলা বুঝি না
বুঝি না মাওলা তোমার এ কেমন খেলা।
ব্যথা পাবো বলে বাপে কোন দিন চিমটি কাটে নাই
সে লোকটাকে বউয়ে এখন চোখ রাঙ্গায়।
ধমক দিয়ে বউ বলে বিয়া করলা কেন
বাপের এত আদরের পোলা বাপের কোলে থাকতা।
বাকপ্রতিবন্ধি মা আমার ফ্যাল ফ্যাল করে চায়
দমক দিয়ে বউয়ে বলে, বুড়ি এটার সেবা করা
আমার বড় দায়। বউয়ের এমন ধমক মাঝে মাঝে
বাবা শুনে চলে যেতে চায়, হাত ধরে কান্না করি।
যেও না গো বাবা এখনো আমি তোমার সেই ছোট্ট খোকা।
যখন আমি ছোট ছিলাম কত কষ্ট করেছে মা
এখনো সেই একই কষ্ট শীতের রাতে পায়।
ময়লা হওয়ার ভয়ে মাকে দেয় না নতুন তোশকটা।
মাওলা এ কেমন জগত বানাইলা বুঝি না,
বুঝি না মাওলা তোমার এ কেমন খেলা।
গীতি কবিতা।
০৮—০২—২০২১।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ০৩/০৫/২০২১Darun
-
অনিরুদ্ধ বুলবুল ১১/০৩/২০২১দায়টা মাওলার নয় - আমাদের মানসিকতার।
মানসিকতার পরিবর্তন করতে পারলে জগৎ শুদ্ধ হবেই।
মানবিক ভাবনার জন্যে আন্তরিক ধন্যবাদ জানাই কবিকে। -
বোরহানুল ইসলাম লিটন ১২/০২/২০২১মাওলার খেলা বুঝা বড় ভার।
-
আলমগীর সরকার লিটন ১১/০২/২০২১সুর কণ্ঠ করার ব্যবস্থা করুন প্রিয় মহী দা খুব সুন্দর হবে
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১১/০২/২০২১গীতটা বেশ মুগ্ধ করা বাস্তবতা