www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শীতের জয়ধ্বনি।

কুসুম কুসুম শীত ছুঁয়ে যাক তোমার আঙ্গিনা
সেই শীতে তুমি যেন লতা হয়ে জড়িয়ে যাও গাছে।
তারপর সেই শীত ছুঁয়ে পড়বে গাছের পাতায় পাতায়
তখন তুমি জবুথবু হয়ে হাত-পা গুটিয়ে উষ্ণ হতে
চাইবে রজকীর লোমশ বুকে।
তা দেখে লাফিয়ে চলা কাঠবিড়াল খেঁকীয়ে হাসে।

কাঠবিড়াল হেসে বলে দেখো রাজকন্যা
আমার যে বাড়ি নেই ঘর নেই বড় অসহায়।
ফুটপাথের ছিন্নমূল রাজরাণী কিংবা যুবরাজ পরনের কাপড়টা টেনে মাথা ঢাকে,আমিও ঠিক তাদেরই মত।

আরো শীত ছড়িয়ে পড়ুক তোমার কথায় কথায়
হিমশীতল হয়ে পড়ে থাকুক বাক্স বন্দি কিছু ইচ্ছা।
এই শীত লেপ তোশকের মোড়া কারো কারো কাছে
আরো শীত বয়ে যাক সবজির ঝুড়িতে।
শীত এবার চিনে ফেলুক দিনের আলোর সূর্যকে
গভীর শীতে মনে পড়ুক পুরানো কিছু স্মৃতিরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল লাগল।
  • ভালো লাগলো। ধন্যবাদ।
  • Md. Rayhan Kazi ১৪/০১/২০২১
    অনন্য লেখনশৈলী
  • Biswanath Banerjee ১৪/০১/২০২১
    great
 
Quantcast