গাছ ও মানব।
যেখানে তোমার চলা থেমে যাবে
খোজ করে দেখো সেখানেই পাবে আমাকে।
মানবের ছায়া রূপে হয়তো নয়
পাবে আমায় প্রকৃতির একটা উপাদান গাছ হিসাবে।
গাছ ছায়া দেয়, ফুল ফল কাঠ দেয়।
হে মানব, তোমরা কি জানো গাছের নামও সুন্দরী হয়।
সে আমার কিংবা তোমার প্রেমিকা সুন্দরী নয়।
মূলত সে একটা মানবের উপকারী উপাদান।
আর আমরা মান এবং হুশ নিয়ে গঠিত দেহ বিশেষ
অথচ সুন্দর কিংবা সুন্দরী কোনটাই নয়।
আমরা নিজেরা নিজেকে কাটি আবার সুন্দরী গাছটাও কাটি,
ভাবি না তার উপকার।
শুধু সুন্দরীর দেহটা চাই হোক সেটা গাছ কিংবা মানবী।
তারপর সুন্দর নকশি করা খাট, আমরা যাতে ঘুমাই।
খোজ করে দেখো সেখানেই পাবে আমাকে।
মানবের ছায়া রূপে হয়তো নয়
পাবে আমায় প্রকৃতির একটা উপাদান গাছ হিসাবে।
গাছ ছায়া দেয়, ফুল ফল কাঠ দেয়।
হে মানব, তোমরা কি জানো গাছের নামও সুন্দরী হয়।
সে আমার কিংবা তোমার প্রেমিকা সুন্দরী নয়।
মূলত সে একটা মানবের উপকারী উপাদান।
আর আমরা মান এবং হুশ নিয়ে গঠিত দেহ বিশেষ
অথচ সুন্দর কিংবা সুন্দরী কোনটাই নয়।
আমরা নিজেরা নিজেকে কাটি আবার সুন্দরী গাছটাও কাটি,
ভাবি না তার উপকার।
শুধু সুন্দরীর দেহটা চাই হোক সেটা গাছ কিংবা মানবী।
তারপর সুন্দর নকশি করা খাট, আমরা যাতে ঘুমাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/১১/২০২৪বেশ সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/১২/২০২০চমৎকার।
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/১২/২০২০মননশীল উপস্থাপন প্রিয় কবি।
শুভেচ্ছা রইল অফুরাণ -
সাইয়িদ রফিকুল হক ২৭/১২/২০২০গাছ ভালোবাসি।
-
Rabia Onti ২৭/১২/২০২০অসাধারণ লেখা