কালের ইতিহাস।
লিখা থাকুক করোনা কালের ইতিহাস
লিখা থাকুক প্রত্যেক ছবির হাহাকার ।
লিখা থাকুক প্রত্যেক স্বজন হারানোর ব্যথা
লিখা থাকুক সযত্নে সমস্ত অবহেলার ইতিহাস ।
লিখা থাকুক ডাক্তারের নির্মম ব্যবহার
অন্তজালে সেই দহনকালের টুকরো টুকরো স্মৃতি ।
আজীবনের ইতিহাস হয়েছে পুলিশ আর্মির সেবা।
একপাল কুলাঙ্গারের মাথায় উঠেছে রাজ মুকুট
কারো কারো কাঁধে যেন বেদিনীর সাপের ঝাঁপি।
ঝাঁপিতে আছে কাল নাগীন
আর এই নাগীনের তীব্র ফণায় মাতৃভূমি নীলাতংক।
ভেঙ্গেছে আজ বেহুলার ঘর
অপশাসনের কালা পানিতে ভাসে জীবন
দেখে মনে হয় নদীতে ভাসা একটা ভেলা।
ভেলায় লাল সবুজ কাপড়ে মুড়ানো লক্ষিন্দরের লাশ।
লিখা থাকুক প্রত্যেক ছবির হাহাকার ।
লিখা থাকুক প্রত্যেক স্বজন হারানোর ব্যথা
লিখা থাকুক সযত্নে সমস্ত অবহেলার ইতিহাস ।
লিখা থাকুক ডাক্তারের নির্মম ব্যবহার
অন্তজালে সেই দহনকালের টুকরো টুকরো স্মৃতি ।
আজীবনের ইতিহাস হয়েছে পুলিশ আর্মির সেবা।
একপাল কুলাঙ্গারের মাথায় উঠেছে রাজ মুকুট
কারো কারো কাঁধে যেন বেদিনীর সাপের ঝাঁপি।
ঝাঁপিতে আছে কাল নাগীন
আর এই নাগীনের তীব্র ফণায় মাতৃভূমি নীলাতংক।
ভেঙ্গেছে আজ বেহুলার ঘর
অপশাসনের কালা পানিতে ভাসে জীবন
দেখে মনে হয় নদীতে ভাসা একটা ভেলা।
ভেলায় লাল সবুজ কাপড়ে মুড়ানো লক্ষিন্দরের লাশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তানভীর আজীমি ২৭/১১/২০২০অসাধারণ ভাবনার অনবদ্য মন ছোঁয়া প্রকাশ,রীতিমত মুগ্ধ হলাম,শুভকামনা অনাবিল।
-
এম. মাহবুব মুকুল ২৯/১০/২০২০দারুণ এক বর্ননা ময় কবিতা। শুভেচ্ছা রইল্
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/১০/২০২০বেশ তো চলুক এভাবে ইতাহাস নির্মাণ।
শুভেচ্ছা কবি। -
Md. Jahangir Hossain ২৬/১০/২০২০সুন্দর সাবলীল ভাষায় কঠিন ইতিহাস,দারুণ প্রকাশ ভংগী।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/১০/২০২০করোনার ক্ষতির ইতিহাস লিখে রাখা খুবই প্রয়োজন।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/১০/২০২০চমৎকার লেখনী।
-
আব্দুর রহমান আনসারী ২৬/১০/২০২০ভালো বলেছেন