সরকারী চাকরী করি।
আমি একজন ছোটখাটো চাকরীদার
মাইনা পাই কত আর ।
তবে চালচলনে থাকতে চাই জমিদার
তাইতো ঘুষ খাই এবং অন্যদেরও খাওয়াই।
বাড়ি চাই গাড়ি চাই বাচ্চাদের বিদেশ পাঠাই
এত টাকা কোথায় পাই তাইতো আমি ঘুস খাই।
জানি আমি হারামেতে আরাম নাই
তাইতো ভাই দাড়িটা আরো একটু বাড়াই।
নীতিতে অটল থাকি বসদের ভালোবাসি
মাঝে মাঝে মক্কা মদিনাও স্বপ্নে দেখি ।
হাতে তসবি মুখে কলমা ভালোবাসা
আমার এমনিতে পাওনা ।
শুনেন হে জনগণ আমিতো নয় কারো আপনজন
তাই আমায় শায়েস্তা করা অতি প্রয়োজন ।
আপনার পাশেই আমার অট্টালিকায় বাস
দুদকে খবর দিয়ে আমায় দিন না বাঁশ।
মাইনা পাই কত আর ।
তবে চালচলনে থাকতে চাই জমিদার
তাইতো ঘুষ খাই এবং অন্যদেরও খাওয়াই।
বাড়ি চাই গাড়ি চাই বাচ্চাদের বিদেশ পাঠাই
এত টাকা কোথায় পাই তাইতো আমি ঘুস খাই।
জানি আমি হারামেতে আরাম নাই
তাইতো ভাই দাড়িটা আরো একটু বাড়াই।
নীতিতে অটল থাকি বসদের ভালোবাসি
মাঝে মাঝে মক্কা মদিনাও স্বপ্নে দেখি ।
হাতে তসবি মুখে কলমা ভালোবাসা
আমার এমনিতে পাওনা ।
শুনেন হে জনগণ আমিতো নয় কারো আপনজন
তাই আমায় শায়েস্তা করা অতি প্রয়োজন ।
আপনার পাশেই আমার অট্টালিকায় বাস
দুদকে খবর দিয়ে আমায় দিন না বাঁশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৪/১০/২০২০চমৎকার চমৎকার।
-
অমিতাভ স্বর্ণকার ২৫/০৯/২০২০খুব বাস্তব কথা খুব সুন্দর করে ব্যক্ত করেছেন।
-
Md. Jahangir Hossain ২৩/০৯/২০২০চমৎকার মন্তব্।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৯/২০২০Excellent.
-
মোঃ ফরহাদ হোসাইন ২৩/০৯/২০২০মনের কথা
-
কুমারেশ সরদার ২২/০৯/২০২০বাস্তবতায় ভরা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২২/০৯/২০২০চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৯/২০২০nice
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৯/২০২০বাস্তবচিত্র।