সুখ অসুখের রাজ্য ।
এই সমাজ এই জীবন বাংলার
কেউ সুখী কেউ জনম দুঃখী।
অনেকে সুট টাই পরে চোখে লাগায় কালো চশমা তাই সে দেখে না দিনের আলোটা ।
ভদ্র বলে দেখে না রাস্তার অভদ্র পরিচয়হীন বাচ্চাকে , কিন্তু রাতের আধারে ঠিকই দেখে বস্তির জোছনাকে । অবিরাম চুপি চুপি মুখোশ পরে চেহারাটা ঢেকে দিয়ে হয়ে যায় বহুরূপী ।
সমাজটা জানে আমি দানবীর সমাজসেবী,
দিকে দিকে রব উঠে আমার ভাই তোমার ভাই কদম ভাই কদম ভাই I
কদম ভাইয়ের চরিত্র গোলাপের মত পবিত্র।
মেয়েটা দেখতে চেহারাটা পেতনীর ছেলেটা হয়েছে গাজায় ধনী।
বউটা শুনেনা একটা কথাও যে, মঞ্চে ভাষাণ দেয় নীতিবান বাক্যরে।
দিনে আনে দিনে খাওয়া লোকটা আসলে সুখী যে।
কেউ সুখী কেউ জনম দুঃখী।
অনেকে সুট টাই পরে চোখে লাগায় কালো চশমা তাই সে দেখে না দিনের আলোটা ।
ভদ্র বলে দেখে না রাস্তার অভদ্র পরিচয়হীন বাচ্চাকে , কিন্তু রাতের আধারে ঠিকই দেখে বস্তির জোছনাকে । অবিরাম চুপি চুপি মুখোশ পরে চেহারাটা ঢেকে দিয়ে হয়ে যায় বহুরূপী ।
সমাজটা জানে আমি দানবীর সমাজসেবী,
দিকে দিকে রব উঠে আমার ভাই তোমার ভাই কদম ভাই কদম ভাই I
কদম ভাইয়ের চরিত্র গোলাপের মত পবিত্র।
মেয়েটা দেখতে চেহারাটা পেতনীর ছেলেটা হয়েছে গাজায় ধনী।
বউটা শুনেনা একটা কথাও যে, মঞ্চে ভাষাণ দেয় নীতিবান বাক্যরে।
দিনে আনে দিনে খাওয়া লোকটা আসলে সুখী যে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৭/০১/২০২২সুন্দর প্রকাশ।
-
কে এম শাহ্ রিয়ার ২০/০৯/২০২০সাহসী লিখনী! শুভেচ্ছা রইলো!
-
এম. মাহবুব মুকুল ১৮/০৯/২০২০সমাজের মানুষ গুলো বহুরূপি।
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৯/২০২০বাঃ
-
কুমারেশ সরদার ১৮/০৯/২০২০সুন্দর