www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

করিমন বিবি।

স্টেশনের পাশে পুরাতন পাটের বস্তা দিয়ে
তাবুর মত ঘরে করিমনের বাস। স্বামী আছে
সন্তান আছে সবই অকর্মার ত্রাস। করিমন বাসা
বাড়িতে করে ঝিয়ের কাজ । কখনো সহদেবপুর
হিন্দু বাড়িতে আবার কখনো রামপুরে মুসলিম ঘরে।


করিমনের স্বামী রহিম মিয়া খায় আবার ইয়াবা
বিড়ি টানে সুখ সুখ চোখে। পোলাটা কাজ করে স্টেশনে বসে , রোজ জুতা পালিশ জুতা পালিশ চিৎকার করে বলে । রাজা বনে গাজা টানে চোখ মুখ লাল করে ঘুমিয়ে যায় কদম তলায়।


করিমন একদিন যায় না কাজে , রহিম মিয়াও চুপ থাকে। বলে ওগো শুনছো শরীরটা ভালা না দাও না একটু ভালোবাসা । রহিম মিয়া চেপে ধরে মুখটা করিমনের , তারপর দুইটা ঠোক্কর মারে ..।
করিমন বলে ইস্ ছাড়োরে ভালোবাসার রাজ্যে আজ আমি রাণীরে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কত শত করিমন বিদ‌্যমান সমাজে...ধন‌্যবাদ কবিকে।
  • Ekrash valobasar ovibadon janai, priyo kobi, apnar lekha amar kache khub valo legeche! shuvokamona.
  • Md. Jahangir Hossain ২৮/০৮/২০২০
    ভাল লাগার মত লেখা।
  • সুন্দর লেগেছে কাব্যিকতা প্রিয় কবি।
    মুগ্ধতা রেখে গেলাম একরাশ।
  • কুমারেশ সরদার ২৮/০৮/২০২০
    বেশ
  • বাঃ
    চমৎকার প্রকাশ।
  • অনেক সুন্দর
 
Quantcast