বিলীয়ে দাও ভালোবাসা ।
দিনে দিনে এ করোনার এখন
আমাদের সাথেই উঠবস
রেখো মনে জোর
তবেই সে পালাবে
আর তুমি হবেনা সর্বনাশ।
পরীক্ষা যদি করো,জনে
জনে সব দেখবে পজিটিভ তবে
ভয় পাও কেন, আসলে তো জানো
রিপোর্ট টাই নেগেটিভ ।
রিজেন্ট জেকেজি নাম না জানা
আরো কত কি ,চিটার বাটপাড়
পকেট কাটায় বেশুমার ।
ভালোবাসার কবিতা লিখে যাও তুমি
ভালোবাসা বিলীয়ে রও ভালো
প্রিয়ার মননে সুখে খুশি হও
ভালোবাসায় বাঁচো বারো মাস ।
১৬ —০৭—২০২০
আমাদের সাথেই উঠবস
রেখো মনে জোর
তবেই সে পালাবে
আর তুমি হবেনা সর্বনাশ।
পরীক্ষা যদি করো,জনে
জনে সব দেখবে পজিটিভ তবে
ভয় পাও কেন, আসলে তো জানো
রিপোর্ট টাই নেগেটিভ ।
রিজেন্ট জেকেজি নাম না জানা
আরো কত কি ,চিটার বাটপাড়
পকেট কাটায় বেশুমার ।
ভালোবাসার কবিতা লিখে যাও তুমি
ভালোবাসা বিলীয়ে রও ভালো
প্রিয়ার মননে সুখে খুশি হও
ভালোবাসায় বাঁচো বারো মাস ।
১৬ —০৭—২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১২/১০/২০২৩
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৭/০১/২০২২সুন্দর চেতনা।
-
অমিতাভ স্বর্ণকার ২৬/০৮/২০২০ভালোবাসা ছাড়া আর আছে কী, ভালোবাসা দিয়ে জীবনের গান গেয়ে জেতে হবে, আপনার কবিতা পাঠ করে ভালো লাগল। ভালোবাসা নেবেন।
-
Md. Jahangir Hossain ২১/০৭/২০২০বাস্তব নিয়ে লেখা,ভাল লেগেছে।
-
ডাঃ অভীক নাহা ১৯/০৭/২০২০দারুণ ভাবনা।
-
Md. Rayhan Kazi ১৭/০৭/২০২০অনন্য প্রকাশ ভাবনা
-
পি পি আলী আকবর ১৭/০৭/২০২০সুন্দর
-
কুমারেশ সরদার ১৬/০৭/২০২০বাহ্!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/০৭/২০২০সুন্দর।
শুভ কামনা রইল সতত প্রিয় কবি।