তুমি বাংলাদেশ
আমার এই দুঃখিনী বাংলায়,
রাজপথে মিছিলে শরীরে নোনা ঘাম মেখে
দু'চোখ পোড়ে অনিদ্রায়,যন্ত্রনায় নীল।
মুঠিতে ধরা থাকে বিস্ফোরকের চেয়েও
দারুণ এক আক্রোশ।
বুকের অন্দরে জমা রেখে দারুণ আগুন, মিছিলে মিছিলে উত্তাল করি রাজপথ । পাকিস্তানি সেনার গুলিতে কালো রাস্তা বুকের রক্তে লাল করেও ভয় পায়নি তাদের।
সাহসী রক্তের উৎসর্গেই মুক্ত হয়েছে কিংবা হবেই তুমি, প্রিয় বাংলাদেশ।
From # Facebook
রাজপথে মিছিলে শরীরে নোনা ঘাম মেখে
দু'চোখ পোড়ে অনিদ্রায়,যন্ত্রনায় নীল।
মুঠিতে ধরা থাকে বিস্ফোরকের চেয়েও
দারুণ এক আক্রোশ।
বুকের অন্দরে জমা রেখে দারুণ আগুন, মিছিলে মিছিলে উত্তাল করি রাজপথ । পাকিস্তানি সেনার গুলিতে কালো রাস্তা বুকের রক্তে লাল করেও ভয় পায়নি তাদের।
সাহসী রক্তের উৎসর্গেই মুক্ত হয়েছে কিংবা হবেই তুমি, প্রিয় বাংলাদেশ।
From # Facebook
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ১৬/০৭/২০২০হুম
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৩/০৬/২০২০ভালোই।
-
বোরহানুল ইসলাম লিটন ১৭/০৬/২০২০অনেক সুন্দর লেখা প্রিয় কবি।
-
সাইফ সিদ্দিকী ০৩/০৬/২০২০অত্যন্ত সুন্দর লিখেছেন, আরো বড় হলে হয়ত আরো ভাল হত!
-
হাসান আল মাহদী ১৮/০১/২০২০সুন্দর উপস্থাপনা
-
আমীন রুহুল ০৬/০১/২০২০সুন্দর লিখেছেন কবি
-
রেজাউল ইসলাম ০৩/০১/২০২০ভালো লিখেছেন
-
নুর হোসেন ০৩/০১/২০২০দারুন অভিব্যক্তি!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/০১/২০২০অসাম
-
সাইয়িদ রফিকুল হক ০২/০১/২০২০ভালো।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০২/০১/২০২০চমৎকার।