স্তব্ধ বাংলাদেশ
বাংলাদেশ তুমি আজ রাবণের চারণভূমি হয়ে গেলে, তোমার বুকে কি রাম লক্ষণের বসবাস নেই। তাইতো আজ আমি জল্লাদ হতে চাই প্রিয় বাংলাদেশ। রাবণদের ফাঁসিতে ঝুলাতে না পারলে বিষের পেয়ালা মুখে নিব, আর তা তুমি চেয়ে চেয়ে দেখবে,তোমার একটুও দয়ার দরকার নাই। ৭১ সালে হায়নাদের ধর্ষণ লালসার ভিতর দিয়ে বাংলাদেশ তোমার জন্ম, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে একদল হায়না আবার সেই লালসায় মেতেছে। মনে হয় যেন আমার হাত বাঁধা পা বাঁধা এমনকি বিবেকও বিকিয়ে, হে মা হে বোন তুমি ইজ্জতহীন নয়,ইজ্জতহীন আজ আমার জাতীয় পতাকা। স্বদেশ তোমার বাসযোগ্য হয়নি বলে আমায় ঘৃনা কর না, তোমার মরনে সাদা কাপড়ের বদলে কবরে দিব লাল সবুজ কাপড়টা। স্বাধীনতা যুদ্ধের কামুকদের চল্লিশ বছর পর বিচার হলে, আজকের নব্য রাজাকাদের বিচার চল্লিশ যুগ পরে হলেও হবে। দোহাই বোন দোহাই মা তুমি আত্ন হননের পথে যেও না, নিজেকে মানুষ বানাও হায়নাদের বিচারের দোরগোড়ায় দাঁড় করার জন্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৩/০৪/২০২০
-
রুনা লায়লা ২০/০৯/২০১৭সকলের প্রিয় বাংলাদেশ ভালো থাকুক।শুভকামনা।
-
সাঁঝের তারা ০২/০৯/২০১৭অনেক ভালো ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৮/২০১৭ঠিক আছে।
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ০৩/০৮/২০১৭এটাই আমার জন্মভূমি
-
ন্যান্সি দেওয়ান ০২/০৮/২০১৭Good.
অসাধারণ