ও মানবতা
ও মানবতা তুমি কি নাফ নদীতে নোংরা কাঁদার উপর
উঁপুড় হয়ে পড়ে থাকা আমার সন্তান!
নাকি মধ্যপাচ্যের আয়নাল,দেখ আমি মানুষ কতটাই নির্দয়!
গুলিবিদ্ধ নিষ্পাপ রোহিঙ্গা শিশুটির অভিশাপ কখনই আমাকে ক্ষমা করবে না।
জাতিগত আর মৌলবাদ হানাহানিতে পৃথিবী নামক গ্রহ ধ্বংস হলে, আমি কোথায় করবো ধর্মের উর্বর চাষ যদি মনুষ্যই না থাকে। কখনো কখনো শুরা হাতে নদীর ধারে বসে কবিতায় তোমায় খুজি, আবার কখনো কখনো স্যুট ট্রাই পরে শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে বসে তোমায় খুজি। নারী ভেবে রুপসীর ঠোটে নিমগ্ন হয়ে তোমায় খুজি, ও মানবতা বলনা তোমার রং রুপ কি? দেখতে খুব ইচ্ছে করে তোমার যৌবনা কামুক রুপ। ও মানবতা তুমি কি আমার ভয়ে তৃতীয় লিঙ্গের রুপ ধারন করেছ।
উঁপুড় হয়ে পড়ে থাকা আমার সন্তান!
নাকি মধ্যপাচ্যের আয়নাল,দেখ আমি মানুষ কতটাই নির্দয়!
গুলিবিদ্ধ নিষ্পাপ রোহিঙ্গা শিশুটির অভিশাপ কখনই আমাকে ক্ষমা করবে না।
জাতিগত আর মৌলবাদ হানাহানিতে পৃথিবী নামক গ্রহ ধ্বংস হলে, আমি কোথায় করবো ধর্মের উর্বর চাষ যদি মনুষ্যই না থাকে। কখনো কখনো শুরা হাতে নদীর ধারে বসে কবিতায় তোমায় খুজি, আবার কখনো কখনো স্যুট ট্রাই পরে শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে বসে তোমায় খুজি। নারী ভেবে রুপসীর ঠোটে নিমগ্ন হয়ে তোমায় খুজি, ও মানবতা বলনা তোমার রং রুপ কি? দেখতে খুব ইচ্ছে করে তোমার যৌবনা কামুক রুপ। ও মানবতা তুমি কি আমার ভয়ে তৃতীয় লিঙ্গের রুপ ধারন করেছ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১১/০১/২০২২মানবতা খুঁজে পাওয়া দায়ভার।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২১/০৩/২০১৭সুন্দর হয়েছে কবিতাটি
-
jannatul ripa ১১/০১/২০১৭বাহ অপূর্ব সুন্দর
-
সোলাইমান ০১/০১/২০১৭খুব ভাল লাগল ...... এ যেন মনের মাধুরী দিয়ে লিখার এক চিরপ্রসয়াশ .........।
-
মোমিনুল হক আরাফাত ৩১/১২/২০১৬চমৎকার
-
মোঃ সরব বাবু ২৮/১২/২০১৬চমৎকার কবিতা , অন্যরকম পরশিত হয় হৃদয়!