www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুনেত্র

সুনেত্র...

কেমন আছো প্রাণের সুনামগঞ্জ আর প্রিয় নেত্রকোনা?
কেমন আছো প্রিয় বোনেরা?
রাজধানীর এই ইট ঘেরা পরিবেশে।
খুব মনে পড়ছে তোমাদের।
তোমাদের গন্ধ , তোমাদের শব্দ শুনতে খুব ইচ্ছে করছে।
দূরে কোথাও একটি মেশিনের শব্দ বা ট্রলারের শব্দ।
অথবা এমন আরও কিছু!
অথবা নাউয়ের বৈটার শব্দ।
অথবা কাউকে গলা ফাটিয়ে ডাকার শব্দ।
যেখানে শুধু একটি শব্দই শুনা যাবে।
এই তারামিয়া................... তারামিয়া রে...............!
কথা ছিল তোমাদের মাঝে থেকে যাবো আমরন।
কিন্ত জীবিকা আমাকে থাকতে দিলো না সেখানে।
জানো তো সবি।
কি যে ভালোলাগা ছিল তোমাদের ভাষায়।
কি যে ভালোলাগা ছিল কালচারের মিশে থাকাকে দেখতে।
দুটি ভাষা মিলে যে কি মধুরতা তোমাদের মাঝে।
পৃথিবীর সবাই বুঝবেনা।
কিছু মানুষ বুঝে যাদের কে ভালোবাসা দিয়ে ঋণী করেছো।
তোমাদের বুকেই আমার হাটিহাটি পা পা করে পথ চলা।
কথা বলা শেখা।
সব ভালোলাগা আমার তোমাদের ঘিরেই।
কি যে মধুর ছিল সে সুখ।
শুধু জানে তোমাদের তৃষ্ণায় এই খা খা করা বুক।
তোমাদের বুকে বিচরণ করে আমার মাছ ধরা।
শীতের সকালে চাদর মুরি দিয়ে রুদে বসে মুড়ি খাওয়া।
সারা দিন গায়ে কাদা লাগিয়ে ঘরে ফেরা।
আহ! কি যে ভালোলাগা ছিল তাতে।
জানে শুধু তৃষ্ণা ভরা বুকে।
তোমাদের ভালোবাসা গায়ে লাগিয়ে প্রতিদিন ভালথাকি আমি।
তোমাদের কাছে আজো প্রতিদিন ঋণী হই।
তোমাদের খুব ভালবাসি রে বোন।
ভালবাসি বলে সময় পেলেই দৌড়ে তোমার বুকে গিয়ে ঘুমাই।
কি যে শান্তি লাগে তাতে।
শুধু ভাললাগার সেই রাত গুলো জানে।
রাত শেষে ভোর হলেই উঠে যাই তোমাদের বুকে এসে।
এ পাড়া, ও পাড়া, এই রাস্তা , সেই চেরচেনা খাল।
ঘুরে ফিরে আসি, তৃষ্ণা ভরা বুক শীতল করি।
তোমাদের বুকেই ঘুমিয়ে আছে আমার একটা প্রিথিবী।
আমার আদর্শ, যে কি না আমার বাবা।
কত টা দিন কাটিয়েছি তোমাদের বুকে বাবাকে নিয়ে।
মনে আছে তোমাদের?
বাবা অনেক ভাল ছিল।
এমন বাবা, বাবাদের এত সুন্দর আচরন।
এমন আন্তরিক একটা মানুষ তোমাদের বুকে আর খুঁজে পাই না।
বাবা ঘুমিয়ে গেছে চিরদিনের জন্য।
সেই চিরচেনা তোমাদের শান্ত নিবির পল্লীতে।
বাবাকে ভাল রেখো, ছায়া দিও, শীতল করে রেখো।
বাবার হাত ধরে তোমাদের চেনাজানা।
তোমাদের পরম আদরে বুকে নেয়া।
তোমাদের কে এত সুন্দর করে চেনা।
ভাল থেকো তোমরা।
শত স্মৃতির মায়ে জালে এখন চোখ ভিজে যাচ্ছে।
এই চোখের পানি আসা এত সহজ না।
তোমাদের ভাললাগার, ভালবাসার এই ছোট্ট প্রতিদান।
সুনামের সাথে প্রতিটি মানুষের বুকে প্রদীপ জ্বালিয়ে থেকো।
খুব ভালবাসি তোমাদের।
প্রিয় দুই বোন সুনামগঞ্জ আর নেত্রকোনা।
দুয়ে মিলে সুনেত্র নাম নিয়ে বহমান থাক অনন্তকাল ধরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast