www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মায়াবতী

"আকাশ ভরা তারার মেলায়
আমি একা রাত জাগা পাখি।
স্বপ্নে দেখি তাকে জেগে জেগে,
ভবঘুরে এ মন তার অপেক্ষায় প্রতিক্ষন
অধীর নয়ন দীর্ঘ প্রতিক্ষার পর তার ঝলক
হা আমি তাকে দেখি আমার মনের গহীনে
আমার মনের শূণ্য কুঠিরে।।
তার বিহনে আমার বার বার ছুটে যাওয়া
তারি স্পর্শে নিজের অবচেতন হৃদয় সুখের পরশ ;
আমি মগ্ন তারি ছোয়ায় সেই যে আমার মায়াবতী ।।
------------------------ আমি যে তার মায়ার প্রেমিক ""
ও মাই আল্লাহ বাহ বাহ বাহ ______ এতো সুন্দর কার জন্যরে??
আমার জন্য তো কখনো একটা লাইন ও লিখতে দেখি না তা হঠাৎ কোন মায়াবতীর মায়ায় জড়ালি তাও আবার আমি জানি না!!!
--> মায়াবতী!! সে তো আমার মনের রাণী,, তার মায়ায় আমি অনেক আগে পড়ে গেছি!!
বাদ দে এখন বল তোর কাছে কেমন লাগল??
-> সত্যি বলবো তো??
--> আমি কি মিথ্যে বলতে বলিছি!!
-> ঠিক আছে বলছি,,, একেবারে _______
--> একেবারে কি ( অস্থির)??
-> আরে বলছি তো তবে তার আগে আজ আমাকে বলতে হবে কে মায়াবতী?? আমার কাছে তো তুই কখনো লুকাছনি তাহলে!!
--> লুকাবো কেনোরে তুই আমার কি তুই জানিস নাহ,, আমার শরীর এর একটা অঙ্গ বলতে পারিস,, তুই ছাড়া আমার আছে বা কে !!??
-> হয়ছে এতো ইমোশন ভাবে বলতে হবে নাহ,,, যেটা জিজ্ঞেস করেছি সেটা বল তো রাফাজ?? আজ তো আমাকে বলতে হবে কে মায়াবতী,, আর আমার জীবনের কাছের মানুষটাকে এমন করে তার মায়ায় জড়ালো ( অভিমান)
--> আরে বোকা এতো গাল ফুলানো কেনো,, তোর কাছে কি কিছু না বলা ছিলো,, কিছুদিন পর তো এমনিতে চলে যাবে আমায় ছেড়ে এখন যদি অভিমান করস তাহলে কিভাবে আমি মহারানী রাগ ভাঙ্গাবো ?? আমি কি মহারানীর রাজা নাকি যে তার অভিমান একমূহুতে গায়েব করতে পারব ?? ( রুহার অভিমান মুখে হাসির রং ফুটে উঠল, রুহা আমার বেস্ট ফ্রেন্ড,, রুহার বাবা আমার বাবা তারা দুজন খুব ভালো বন্ধু ছিলো,, সে থেকে আমাদের পরিচয়,, আমরা দুজন ছোটবেলা থেকে একসাথে বড়,, আমার বাবা মারা যাওয়া পর মা আর আমাকে রুহার বাবা নিয়ে আসে,, আমরা একসাথে থাকি,, ২দিন পর রুহার বিয়ে,, সে ও আমায় ছেড়ে চলে যাবে,, আমি জানি রুহা আমাকে কখনো একা থাকতে দিবে না,, ও জানে ওর এ বন্ধু একাকীত্ব ভয় পায়,, রুহার ইদানিং খুব জেদ করে,, সে যে জানতে চায় আমার মায়াবতী কে,, _____আনমনে ভাবা)
-> রাফাজ রাফাজ কিরে কি হলো?? কোথায় হারায়লি?
->> রুহার ডাকে উদাসি দূর হলো, নাহ কিছু নাহ,, কোথাও ---হারায়নি।
-> আমি কখন থেকে ডাকছি আর সে তো তার মায়াবতীর মগ্নে আছে!! (রাগ)
-->> :-) :-) রাগিস কেনো,, তবে রাগলে তোকে অনেক সুন্দর লাগে
-> মিথ্যে বলবি নাহ,, আমার কিন্তু রাগ উঠছে,, তুই বলবি 😡
--> আচ্ছা বাবা বলছি তার আগে আরও দুটা লাইন শুন,, হয়ত তার মধ্যে পেয়ে যাবি আমার মায়াবতী কে ____
-> হুমমম শুনা ; (অভিমানী ভরা রাগ)
-->> :-) :-)
""""তাকে দেখিছি যেদিন কোন স্বপ্নে বিভরে হারায়নি
বুঝিনি সে যে ধীরে ধীরে আমার মনকে আবদ্ধ করে রাখবে!
সে যে আমার খুব কাছের আমার মনের শূণ্যতায় রাজত্ব করবে
সে যে আমার মায়াবতী!!
তার নয়নে দীর্ঘতা দেখি আমার ভালোবাসার রাজ্যে
তার সে হাসির শব্দে আমি সুরের ধ্বনি খোঁজে পায়
তার চাওনি আনমনে ভাবনায় হারিয়ে যায়
তার কালো কেশে আমি পাগল মাতাল হাওয়ায় ভেসে যায়
তার মাধবীকঙ্কণে রিনিঝিনি সুর তুলে প্রেমেরগীতমালা
নুপুরের শব্দ আগমন জানিয়ে দেয় আমার মায়াবতী আমার খুব কাছে আছে!
আমায় তরে মৃদুলা বাতাসে ছুটে আসছে মায়াবতী ______
তার মায়ার প্রেমিকের কাছে মায়া জড়াতে ______
সে আসবে তাকে ফিরে আসতে হবে,
তার এ বোকা পাগল প্রেমিক কে জাগ্রত করতে
সে আসবে তারি অপেক্ষায় থাকিবে শেষ অবধি!
তাকে যে আসতে হবে!!
ভালোবাসি ভালোবাসি খুব বেশি ভালোবাসি
মায়াবতী মায়াবতী মায়াবতী আমারই শুধু ________।।।।।।।

চোখ খোলতে দেখি রুহার চোখে ছলমল পানি,,,,
--> কিছু না বলে রহুা দৌড়ে চলে গেলো আমার সামনে থেকে। জানি আজ সে মায়াবতীর খোঁজ পেয়ে গেছে,, তাই আর মায়াবতীর প্রেমিকের সামনে দাড়াতে পারল না,, মায়াবতীর জন্য যে তার প্রেমিক আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকিবে,, আসিবে মায়াবতী তার কাছে ফিরে,, তার ভালোবাসায় ডুব দিতে।।

"আকাশ ভরা তারার মেলায়
আমি একা রাত জাগা পাখি।
স্বপ্নে দেখি তাকে জেগে জেগে,
ভবঘুরে এ মন তার অপেক্ষায় প্রতিক্ষন
অধীর নয়ন দীর্ঘ প্রতিক্ষার পর তার ঝলক
হা আমি তাকে দেখি আমার মনের গহীনে
আমার মনের শূণ্য কুঠিরে।।
তার বিহনে আমার বার বার ছুটে যাওয়া
তারি স্পর্শে নিজের অবচেতন হৃদয় সুখের পরশ ;
আমি মগ্ন তারি ছোয়ায় সেই যে আমার মায়াবতী ।।
------------------------ আমি যে তার মায়ার প্রেমিক ""
ও মাই আল্লাহ বাহ বাহ বাহ ______ এতো সুন্দর কার জন্যরে??
আমার জন্য তো কখনো একটা লাইন ও লিখতে দেখি না তা হঠাৎ কোন মায়াবতীর মায়ায় জড়ালি তাও আবার আমি জানি না!!!
--> মায়াবতী!! সে তো আমার মনের রাণী,, তার মায়ায় আমি অনেক আগে পড়ে গেছি!!
বাদ দে এখন বল তোর কাছে কেমন লাগল??
-> সত্যি বলবো তো??
--> আমি কি মিথ্যে বলতে বলিছি!!
-> ঠিক আছে বলছি,,, একেবারে _______
--> একেবারে কি ( অস্থির)??
-> আরে বলছি তো তবে তার আগে আজ আমাকে বলতে হবে কে মায়াবতী?? আমার কাছে তো তুই কখনো লুকাছনি তাহলে!!
--> লুকাবো কেনোরে তুই আমার কি তুই জানিস নাহ,, আমার শরীর এর একটা অঙ্গ বলতে পারিস,, তুই ছাড়া আমার আছে বা কে !!??
-> হয়ছে এতো ইমোশন ভাবে বলতে হবে নাহ,,, যেটা জিজ্ঞেস করেছি সেটা বল তো রাফাজ?? আজ তো আমাকে বলতে হবে কে মায়াবতী,, আর আমার জীবনের কাছের মানুষটাকে এমন করে তার মায়ায় জড়ালো ( অভিমান)
--> আরে বোকা এতো গাল ফুলানো কেনো,, তোর কাছে কি কিছু না বলা ছিলো,, কিছুদিন পর তো এমনিতে চলে যাবে আমায় ছেড়ে এখন যদি অভিমান করস তাহলে কিভাবে আমি মহারানী রাগ ভাঙ্গাবো ?? আমি কি মহারানীর রাজা নাকি যে তার অভিমান একমূহুতে গায়েব করতে পারব ?? ( রুহার অভিমান মুখে হাসির রং ফুটে উঠল, রুহা আমার বেস্ট ফ্রেন্ড,, রুহার বাবা আমার বাবা তারা দুজন খুব ভালো বন্ধু ছিলো,, সে থেকে আমাদের পরিচয়,, আমরা দুজন ছোটবেলা থেকে একসাথে বড়,, আমার বাবা মারা যাওয়া পর মা আর আমাকে রুহার বাবা নিয়ে আসে,, আমরা একসাথে থাকি,, ২দিন পর রুহার বিয়ে,, সে ও আমায় ছেড়ে চলে যাবে,, আমি জানি রুহা আমাকে কখনো একা থাকতে দিবে না,, ও জানে ওর এ বন্ধু একাকীত্ব ভয় পায়,, রুহার ইদানিং খুব জেদ করে,, সে যে জানতে চায় আমার মায়াবতী কে,, _____আনমনে ভাবা)
-> রাফাজ রাফাজ কিরে কি হলো?? কোথায় হারায়লি?
->> রুহার ডাকে উদাসি দূর হলো, নাহ কিছু নাহ,, কোথাও ---হারায়নি।
-> আমি কখন থেকে ডাকছি আর সে তো তার মায়াবতীর মগ্নে আছে!! (রাগ)
-->> :-) :-) রাগিস কেনো,, তবে রাগলে তোকে অনেক সুন্দর লাগে
-> মিথ্যে বলবি নাহ,, আমার কিন্তু রাগ উঠছে,, তুই বলবি 😡
--> আচ্ছা বাবা বলছি তার আগে আরও দুটা লাইন শুন,, হয়ত তার মধ্যে পেয়ে যাবি আমার মায়াবতী কে ____
-> হুমমম শুনা ; (অভিমানী ভরা রাগ)
-->> :-) :-)
""""তাকে দেখিছি যেদিন কোন স্বপ্নে বিভরে হারায়নি
বুঝিনি সে যে ধীরে ধীরে আমার মনকে আবদ্ধ করে রাখবে!
সে যে আমার খুব কাছের আমার মনের শূণ্যতায় রাজত্ব করবে
সে যে আমার মায়াবতী!!
তার নয়নে দীর্ঘতা দেখি আমার ভালোবাসার রাজ্যে
তার সে হাসির শব্দে আমি সুরের ধ্বনি খোঁজে পায়
তার চাওনি আনমনে ভাবনায় হারিয়ে যায়
তার কালো কেশে আমি পাগল মাতাল হাওয়ায় ভেসে যায়
তার মাধবীকঙ্কণে রিনিঝিনি সুর তুলে প্রেমেরগীতমালা
নুপুরের শব্দ আগমন জানিয়ে দেয় আমার মায়াবতী আমার খুব কাছে আছে!
আমায় তরে মৃদুলা বাতাসে ছুটে আসছে মায়াবতী ______
তার মায়ার প্রেমিকের কাছে মায়া জড়াতে ______
সে আসবে তাকে ফিরে আসতে হবে,
তার এ বোকা পাগল প্রেমিক কে জাগ্রত করতে
সে আসবে তারি অপেক্ষায় থাকিবে শেষ অবধি!
তাকে যে আসতে হবে!!
ভালোবাসি ভালোবাসি খুব বেশি ভালোবাসি
মায়াবতী মায়াবতী মায়াবতী আমারই শুধু ________।।।।।।।

চোখ খোলতে দেখি রুহার চোখে ছলমল পানি,,,,
--> কিছু না বলে রহুা দৌড়ে চলে গেলো আমার সামনে থেকে। জানি আজ সে মায়াবতীর খোঁজ পেয়ে গেছে,, তাই আর মায়াবতীর প্রেমিকের সামনে দাড়াতে পারল না,, মায়াবতীর জন্য যে তার প্রেমিক আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকিবে,, আসিবে মায়াবতী তার কাছে ফিরে,, তার ভালোবাসায় ডুব দিতে।।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১৩৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast