অতৃপ্ত প্রেমগীত
শুনিলাম তোমার মধুর আওয়াজ
মাতাল আমায় করিল হালকা বনো লতায়,
উড়িয়ে নিয়ে গেল কোন বনে
ফিরতে ফিরতে যায় যে বেলা,
খেয়া ঘাটের পাড়ে বসে ছিলাম যখন
শুনিলাম তোমার অতৃপ্ত প্রেমগীত,
তারি ছলে ভাসিলাম উজান ভাটে
মন উতালা কোন সে তীরে,
নদীর এ কূল পাল ছাড়িয়ে মাঝি
ঐ কূলে দিলো পাড়ি তোমায় শুনিতে শুনিতে।।
মাতাল আমায় করিল হালকা বনো লতায়,
উড়িয়ে নিয়ে গেল কোন বনে
ফিরতে ফিরতে যায় যে বেলা,
খেয়া ঘাটের পাড়ে বসে ছিলাম যখন
শুনিলাম তোমার অতৃপ্ত প্রেমগীত,
তারি ছলে ভাসিলাম উজান ভাটে
মন উতালা কোন সে তীরে,
নদীর এ কূল পাল ছাড়িয়ে মাঝি
ঐ কূলে দিলো পাড়ি তোমায় শুনিতে শুনিতে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ১৫/১০/২০১৬ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/১০/২০১৬ভাল হয়েছে। কবিকে আরো সামনে যাওয়ার প্ররণা রইলো। রইলো শুভ কামনা।