www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীলচিঠিখানা

সখা আজ তোমার তরে ছোট্ট নীল রংয়ের চিঠিখানা পাঠিয়েছি
খুব জানতে ইচ্ছে করে কেমন আছো??
আজও কি আমায় মনে পড়ে তোমার ;?
জানো এখনও রোজ সকালে শিউলি ফুলের মালা গেথে খোঁপায় পড়ি ;
ঠিক যেমন করে তুমি পড়াতে ;
তোমার খুব পচ্ছন্দ ছিলো আমায় খোঁপা পড়া মালা;
শুধু এতটুকু তোমার দেওয়া ভালোবাসা থাকে নাহ সেই সুভাসে;
এখনও বইয়ের বাজে তোমার দেওয়া নীল খামের চিঠি গুলো
বার বার খুলে পড়ি ;
শুধু অপেক্ষায় চেয়ে থাকা এ চাওনি কখন তোমায় দেখবো বলে ;
আজ দীর্ঘ দিন তোমার স্মরনে অপেক্ষারত এই আমি
সময়ে ঘোর কেটে যেন উঠতে পারি নাহ ;
কখন তোমার একটুখানি মুখমুখি হবো এই ;
তুমি এসে চলে যাবে এই ভয়ে বন্ধ করিনি পাপড়ি জোড়া;
কালো আধার হলে ভয়ে মুখ লুকানো জন্য খোজে ফিরি তোমার বুকে ;
বৃষ্টি এসে চলে যায় তুবও ভেজা হয়নি একটিবার তোমায় রেখে;
জোনাকিরা টিমটিমিতে আলো মেখে আমায় জানলায় ঘুরে বেড়ায়,
ডুকতে দেয়নি তাদের আলো ঘরের আঙ্গিনায় তুমি নেই বলে ;
তুমি সেই যে বার চলে গেলে সব ছেড়ে এলোমেলো করে
এখন অবধি সেভাবেই আছে শুরু করেনি তোমায় রেখে ;
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast