www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসার শেষ অবধি

আকাশ ভরা তারার মেলায় মাঝে মাঝে নিজেকে যেনো হারিয়ে ফেলি তাদের আলোতে.........
কতটা অন্ধকার ঘিরে রাখে আমায়.... তুবও আলোর পরশ পাবার ছোটাছুটি __________
যেমন ছুটে ছিলো সেদিনের ট্রেন....!!!
বুঝে উঠার আগে হয়ত সব এলোমেলো হয়ে গিয়েছিলো....
এক নিমেষে সব হারিয়ে গেছে চোখের পলকে.......
তোমাকে প্রথম দেখা,,, ধীরে ধীরে অচেনা থেকে চেনা তারপর আবার অচেনা হয়ে যাওয়া,,,আবার হঠাৎ একদিন এসে বলে ফেলা তোকে ছেড়ে থাকা বড্ড কষ্ট যে পাগলী,,এর কারন খোঁজতে গিয়ে পেয়েছি শুধু একটা অর্থ ____________!!!!

আর এতোদিন অপেক্ষায় কাতর হয়ে থাকা দুনয়ন তোর দিকে তাকিয়ে হাজার প্রশ্নে ভুলে শুধু তোর খোজে পাওয়া কারন জানার অধিরতায় চেপে যায়____________!!!;

ভেবেছিলাম তোকে ছেড়ে থাকা আমার জন্য অনেকটা সহজ,,
তোর কথা ভাবনায় আসবে নাহ, আসবে নাহ তোর মুখটি,আসবে নাহ পাগলী মাখা হাসি,, সব ভুলে যেতে পারবো,
কিন্তুু আমায় যে তোর সঙ্গ রোগে ধরে পেলেছে,তোকে ছাড়া ভাবনাতে নিজেকে কল্পনা করতে পারি,, আমি যেন আত্না ছাড়া কোন এক শরীর,,,যার শ্বাস তো চলছে তবে জীবন নেয় তাতে,নেই কোন সুভাস এই যেন জীবন্ত লাশের প্রতিছায়ায় বাস করি আমি ______ আমি কি তবে বোকা পাগলী কে আমার আত্নাটা দিয়ে পেলেছি !!???
অজান্তে কবে যেন বস করে পেলেছে আমার হৃদয়ের কুঠির টা
মনের গহীনে এখন খোজে ও পায় না নিজেকে সেখানে একজন ই রাজত্ব চলে আর সে হলে তুমি.....!!!!!!!!!
ভালোবাসি ভালোবাসি!! ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি.💜
কিছু কি বলবে না আমায়......???

বলার জন্য রেখে গিয়েছিলে কি কিছু, যেদিন বসে ছিলাম তোমারই অপেক্ষা টিকেট হাতে ট্রেনের সামনে,, সে কি ছিলো শুধু ট্রেন নাকি আমাদের সুখের প্রথম যাএা,, কিন্তুু সুখে আর পা বাড়ানো হয়ে উঠে নাই,, আমায় রেখে যেমন করে ছেড়ে গেছো ঠিক তেমনি চোখের পলকে সুখগুলো পালিয়েছে......!!!!
এখন দুঃস্বপ্নেও দেখি না সুখের ছোয়া,,,, তবে আমি বেশ আছি,,

তোমার এতো কাল লেগে গেছে আমায় ভালোবাসতে, আমার ভালোবাসা বুঝতে!!
তবে কেনো করে ছিলে মিথ্যে সে ছলনা!!!??
তবে কি তুমি এখন আর আমায় ভালোবাসো নাহ??
:-) (একটু হাসি) তবে আজও আমায় চিনলে নাহ,, যেদিন তোমায় দেখেছিলাম বৃষ্টির বিন্দু মতো ঝড়ে পড়েছ এ মনে এরপর জানি নাহ কিভাবে পুরো আত্না জুড়ে তুমি....
ভালোবাসি তোমায় সেদিন ও ভেসেছিলাম...!!
আজও ভালোবাসি....!!!
এবং ভালোবেসে যাবো.........!!!!!
তবে;;
তবে আমার হৃদয় জুড়ে যে তাকে,,
সে যে এখনো আসেনি ফিরে এ প্রহরীর কাছে.
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৯৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোনালিসা ০২/১১/২০১৬
    অসাধারন
  • পরশ ১৫/১০/২০১৬
    সুন্দর
  • সুকান্ত ১৪/১০/২০১৬
    সুন্দর লাগলো
  • Excellent
  • এন.আফরিন ১৩/১০/২০১৬
    শেষ দুটি লাইন মন ছুয়ে গেলো
  • ফয়জুল মহী ১২/১০/২০১৬
    অনন্যসাধারণ লেখা
 
Quantcast