মঙ্গলপুর
তোমার এ ঘর শত সাধনার ধন
শত বাসনার অশ্রু সাগরে গড়া
মায়া মমতায় রেখেছো বুকের মাঝে
চিরনিশিদিন সকাল, দুপুর, সাঁঝে।
তোমাদের ঘরে ঝরুক করুণাধারা
হৃদয়ে হৃদয়ে বয়ে যাক প্রেম ধারা
মায়া মমতায় হয়ে থাক ভরপুর
তোমাদের এই শত কোটি ঘর হোক মঙ্গলপুর।
শত বাসনার অশ্রু সাগরে গড়া
মায়া মমতায় রেখেছো বুকের মাঝে
চিরনিশিদিন সকাল, দুপুর, সাঁঝে।
তোমাদের ঘরে ঝরুক করুণাধারা
হৃদয়ে হৃদয়ে বয়ে যাক প্রেম ধারা
মায়া মমতায় হয়ে থাক ভরপুর
তোমাদের এই শত কোটি ঘর হোক মঙ্গলপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরীফ আহমাদ ২১/০৫/২০১৭অনেক শুভেচ্ছা রইল....
-
মধু মঙ্গল সিনহা ১৪/০৫/২০১৭খুব সুন্দর।
-
পলাশ ১৪/০৫/২০১৭মঙ্গলময় হোক আপনার জীবন-যাপন
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৫/২০১৭সুন্দর ভাবনা।
-
আলম সারওয়ার ১৪/০৫/২০১৭ভাল কবিতা
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/০৫/২০১৭শিরোনামে মঙ্গলপুর বানানটি ঠিক নেই।