www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আলোস্পর্শী

কবিতাঃ-আলোস্পর্শী
কলমেঃ-আরিফ আহমেদ খান

পড়ন্ত সূর্য ছুঁয়ে যায় মেঘ,ছুঁয়ে যায় মুখ,ছুঁয়ে যায় ঘাস,
রক্তিম আভায় রাঙায় চোখ।
পলক যেন পড়তে নারাজ,
হারাতে নারাজ মুহূর্ত;
রক্তিম আভাকে চোখে মাখে,
আর তো নেই অন্যত্র।
ঘাসের মাঠে ঢেউ খেলে চলে পড়ন্ত সূর্যের আলো,
ছুঁয়ে যায় ঘাসফুলটি;
ঘাসফড়িঙের পিছু নেয়,
সারাটা বিকেল তাদের ছুটোছুটি।

মেঘের ভিন্ন ভিন্ন জাতের জলকণার প্রিয় রসায়ন খেলা,
আলোকে সাজায় নানা রঙে;
হলদে আভা রাঙে রক্তিমে,সবুজে,
আবার বেগুনী রঙে।

প্রতিটি প্রতিফলন প্রতিফলিত হয় এই দু'চোখে,
মেঘ পেরিয়ে,ঘাস পেরিয়ে সে চোখের পানে আসে;
কোমল স্নিগ্ধ আলোর ঝাপটা,
সব মিলিয়ে গোধুলী চোখে ভাসে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দরতম
 
Quantcast