www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃষ্টি তুমি এসোনা

বৃষ্টি তুমি এসো না
দিয়না শীতল বাতাস আর
থাকতে যে পারিনা আমি
অতীত মনে পড়ে আমার ।

মেঘ তুমি বৃষ্টিতে ঝরো না
বিজলি দিয় নাকো ডাক
অতীত যে তোমার সাথে
হৃদয়ে দিয়ে যায় হাক।

কতই স্মৃতি আজ অতীত

সেই দুরন্তপনা আর দুষ্টুমি
মায়ে বকুনি আর পিটুনি ।
বৃষ্টিতে ফুটবল নিয়ে ছুটে চলা
প্রচন্ড উল্লাসে গান ।উচ্চ স্বরে গলা ।

অবিরত বৃষ্টিতে ভেজা ,
লাফিয়ে পড়া পুকুরে ।
রোদ কিংবা বৃষ্টি ,
হয়ত ভরা দুপুরে ।।

কারো কথা শুনার অবিলাস নেই
আমার রাজ্যে আমি রাজা ।

এলোমেলো ভাবনা নিয়ে
ছুটে চলা অজানার পানে
আজ যে একাকিত্বে ,
সেই গান বাজিছে কানে ।

কোথায় সেই ছেলেবেলা
দাও না ফিরিয়ে আবার ।
হারাতে চাই না শৈশব
ফিরে পেতে চাই বার বার ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast