কবির কবিতা
কবি হবার বাসনা সাহিত্যের প্রতি দূর্বলতা
কাজ করে দু'এক লাইন আনমনে এসে যায়
সরলে হোক আর গড়লে হোক,হোক কঠিন মুহূর্তে
এরই মাঝে একটু একটু করে সৃষ্টি নেয় কবিতা ।
আমরা সবাই যানি সবার কাছে সব কিছু ভাল লাগেনা
তেমনই সবার কাছে সব কবিতা ও ভাল লাগেনা
তাই যার কাছে ভালো লাগবে মনে দাগ কাঁটবে
তারই জন্য রচিত সৃষ্টি কর্তার মেহেরবান
লেখার শক্তি দান করেছেন এই কবির কবিতা ।
এখান থেকেই ঝড়ে যাবে কেউ থাকবে হবে দেশের হাতিয়ার
বিজ্ঞ জ্ঞাণী গুণী হবেন বড় মাপের মন নিয়ে ।
সৃষ্টিতে সৃষ্টিতে ভরিয়ে দিবেন আনন্দ সুখ সমৃদ্ধ কল্যাণময় আলো ।
কাজ করে দু'এক লাইন আনমনে এসে যায়
সরলে হোক আর গড়লে হোক,হোক কঠিন মুহূর্তে
এরই মাঝে একটু একটু করে সৃষ্টি নেয় কবিতা ।
আমরা সবাই যানি সবার কাছে সব কিছু ভাল লাগেনা
তেমনই সবার কাছে সব কবিতা ও ভাল লাগেনা
তাই যার কাছে ভালো লাগবে মনে দাগ কাঁটবে
তারই জন্য রচিত সৃষ্টি কর্তার মেহেরবান
লেখার শক্তি দান করেছেন এই কবির কবিতা ।
এখান থেকেই ঝড়ে যাবে কেউ থাকবে হবে দেশের হাতিয়ার
বিজ্ঞ জ্ঞাণী গুণী হবেন বড় মাপের মন নিয়ে ।
সৃষ্টিতে সৃষ্টিতে ভরিয়ে দিবেন আনন্দ সুখ সমৃদ্ধ কল্যাণময় আলো ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ১০/০২/২০১৫এক্দম সত্যি ক্থা। অভিনন্দন রয়েছে ।
-
সুজন ২৯/০১/২০১৫খুবই সুন্দর
-
আবিদ আল আহসান ২৮/০১/২০১৫অহহহ
-
স্বপন রোজারিও(১) ২৭/০১/২০১৫চমৎকার হয়েছে।
হতে হলে কবি
পড়তে হবে সবই। -
ফিরোজ মানিক ২৭/০১/২০১৫ভাল লেগেছে।
-
সবুজ আহমেদ কক্স ২৭/০১/২০১৫হু,,,,,,,,,,,হু......ভালো
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/০১/২০১৫হমমম। একদম রাইট...........