মিলিত রূপের ঘটনা
ভাবতে পারিনা আমি ভাবতে পারিনা
ভাবতে গেলে জীবন বাকে ছন্দ থাকে না
ছন্দ যদি নাইবা থাকে শূণ্য বন্দনা
বন্ধি হয়ে থাকলো ভূবন সুখ সাজলো না
সুখ যদি নাইবা সাজে প্রাণ বাঁচেনা
প্রাণ যদি নাইবা বাঁচে প্রেম থাকেনা
প্রেম যদি নাইবা থাকে ভালবাসি না
ভালবাসা যদি নাইবা থাকে জীবন থাকেনা
আর জীবন যদি নাইবা থাকে নিজেই থাকিনা
নিজে্ই যদি নাইবা থাকি কিছুই থাকেনা
তাই একটির সাথে অন্যটিও
পরস্পরায় মিলিত রূপে ঘটে ঘটনা ।
ভাবতে গেলে জীবন বাকে ছন্দ থাকে না
ছন্দ যদি নাইবা থাকে শূণ্য বন্দনা
বন্ধি হয়ে থাকলো ভূবন সুখ সাজলো না
সুখ যদি নাইবা সাজে প্রাণ বাঁচেনা
প্রাণ যদি নাইবা বাঁচে প্রেম থাকেনা
প্রেম যদি নাইবা থাকে ভালবাসি না
ভালবাসা যদি নাইবা থাকে জীবন থাকেনা
আর জীবন যদি নাইবা থাকে নিজেই থাকিনা
নিজে্ই যদি নাইবা থাকি কিছুই থাকেনা
তাই একটির সাথে অন্যটিও
পরস্পরায় মিলিত রূপে ঘটে ঘটনা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবিদ আল আহসান ২৭/০১/২০১৫ভালো হইছে খুব ভাল
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৬/০১/২০১৫শূন্য বন্দনা ভালো লাগল।
-
অ ২৬/০১/২০১৫হুম । ভালো হয়েছে ।
-
সবুজ আহমেদ কক্স ২৬/০১/২০১৫ধন্যবাদ কবি মো : আব্দুল করিম
-
আহমাদ মাগফুর ২৬/০১/২০১৫শর্ত এবং মাশরুত কেবল বিধানগত কাজের। উপরুক্ত প্রতিটি শর্তই জীবনগত। তবে ব্যক্তিগত হিসেবে উপরুক্ত বক্তব্য মেনে নেওয়া যায়।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৬/০১/২০১৫হমমমমমমমমমমমমমমমমমমমমমমমম