www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটি অস্বাভাবিক মৃত্যু(যা মেনে নেয়া যায় না)

ওরে প্রদ্বীপ নিভে গেলি
    জীবন সংসার কি দেখলি ?
           সময় হয়নি,হয়নি যাবার
                 অসময়ে নিভিয়ে দিলি
                         জীবন প্রদ্বীপটাকে ।

কি লাভ হলো,কার লাভ হলো
    এমন মৃত্যুর আছে কি মানে ?
              মহাপাপকে সঙ্গী করে
                 পাড়ি দিলি তুই পরপারে,
                      বৃথাই সকল পূর্ণি যাহা
                            করেছিলি এ জগতে ।

এত সুন্দর পৃথিবীটার
     কি এমন ছিলো অপরাধ ?
             যার উপর রাগ অভিমান
                       নিলি মৃত্যু স্বাদ ,
            যেখান থেকে যায় না ফেরা
     আনা যায় না আর ফিরিয়ে ।

ওরে বোকা! কি এমন দোখা
       যা কাউকে পারিসনি বলিতে
            নিজেই উন্মোচন করলি ফাঁশির মঞ্চ ।

    পাইনা ভেবে,পায়না কেহ ভেবে
          কি কারণ ছিলো তোর জীভনে,
                     অন্ধ দুঃখ একাই পুষে
                         করেছিস যন্ত্রণা অতি বড় ।

আপন ভাবোনি,বন্ধু ভাবোনি কাউকে
             সঙ্গী করোনি মনের কথা
                হায়-রে! বোকা,
                  নিজেই নিজেকে দিলি ধোকা
                     ঝড়ালি অকালে স্বজনদের চোখের পানি ।

নানান জনের নানান মত
      মৃত্যু তোমার কি কারণ ?
          মৃত্যুর রহস্য,রহস্যই থেকে গেলো
                    জানা হলো না,চাপা রইলো
                           মৃত্যুর পর শ্মশান ঘাটে ।

বি:দ্র: প্রদ্বীপ কুমার দাস নামের এক বিসিএস ছাত্র সবগুলো পরীক্ষা দিয়ে ২৮/০৬/২০১১ ইং সালে বাড়ির ফ্যানের সাথে গামছা বেঁধে আত্মহত্যা করে । তাকে নিয়েই এই কবিতা । (পরে অবশ্য যানতে পারি সে বিসিএস পরীক্ষায় পাশ করে ।)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast