www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চোখে চোখ রাখতেই

তোমার চোখে চোখ রাখতেই
চোখ পড়েছে বুকে
তোমার সরলতা উড়নায় ডেকে
প্রেমের বন্ধনে দিয়েছো বেঁধে ।

সাজ সাজ আকাশ মানিয়েছে বেশ
তোমার রূপ আর অঙ্গ কেশ
পাগল না হয়ে যায় না থাকা
এই না মনে জেগে উঠে ভালবাসা ।

ভাল মন্দ ভেবে কি হবে
তোমাকে দেখার পরে যায় ভুলে
মার ছার কাট হবে,হবে কি যন্ত্রণা ?
এ মন তা ভেবে করে না যে ভালবাসা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast