চোখে চোখ রাখতেই
তোমার চোখে চোখ রাখতেই
চোখ পড়েছে বুকে
তোমার সরলতা উড়নায় ডেকে
প্রেমের বন্ধনে দিয়েছো বেঁধে ।
সাজ সাজ আকাশ মানিয়েছে বেশ
তোমার রূপ আর অঙ্গ কেশ
পাগল না হয়ে যায় না থাকা
এই না মনে জেগে উঠে ভালবাসা ।
ভাল মন্দ ভেবে কি হবে
তোমাকে দেখার পরে যায় ভুলে
মার ছার কাট হবে,হবে কি যন্ত্রণা ?
এ মন তা ভেবে করে না যে ভালবাসা ।
চোখ পড়েছে বুকে
তোমার সরলতা উড়নায় ডেকে
প্রেমের বন্ধনে দিয়েছো বেঁধে ।
সাজ সাজ আকাশ মানিয়েছে বেশ
তোমার রূপ আর অঙ্গ কেশ
পাগল না হয়ে যায় না থাকা
এই না মনে জেগে উঠে ভালবাসা ।
ভাল মন্দ ভেবে কি হবে
তোমাকে দেখার পরে যায় ভুলে
মার ছার কাট হবে,হবে কি যন্ত্রণা ?
এ মন তা ভেবে করে না যে ভালবাসা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৬/০১/২০১৫ভালো লাগলো।
-
সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫valo laglo@ subho kamona
-
কৌশিক আজাদ প্রণয় ১৫/০১/২০১৫ভালোবাসা আসলেই আগপাছ বিবেচনা করে হয়না বলেই সেটা অপার্থিব কবি। ভালো লাগা রইলো।
-
স্বপন রোজারিও(১) ১৫/০১/২০১৫ভাল