আড়াল করা সৃষ্টি
সূর্যকে দেখেছিলাম ভোরের কোলেতে
ভাবিনি কোল ছেরে,মেঘের পরে মেঘ
আড়াল করা সৃষ্টি করবে ভেদ,
বৈকাল না হতেই মাটিতে ঝড়া ফুল
যানতে চাইনি আমি কোথায় ভেদাভেদ
চেয়েছি তোমার ভালবাসা,শুনতে মুখের কথা
কি যানি কি আমার ভাগ্যের নির্মম ছেদ ?
যেখানে পারোনা তুমি একটু সময় দিতে
আলোর গ্রীলে রাখতে হাত
তবে কি করে বুঝবে তুমি,বুঝবে তার সাধ,
বন্ধি কুটিরে আবদ্ধ,আমায় করো জব্দ
যাও যতটুকু সুযোগ মেলে
তা তুমি নিরবতায় করে দাও স্যাঁত ।
মাঝে মাঝে আমি বড় কষ্টে
তোমাদের বাড়ি থেকে ফিরলে
ধূমপান সেই মুহূর্তে হয়ে যায় সঙ্গী,
যদি ও তা আমার নয় নিত্যনিতী
ভাবি অনেক কিছু তুমি তা করে দাও পিষ্ট
সব কিছু ছুরে ফেলে ভাবি,তোমার কাছে বুঝি নিকৃষ্ট ।
গতানুগতিক ধারায় ভালবাসি তোমায় সধায়
পেতে ইচ্ছে করে মন,ভুলে যায় ক্ষণ এ ধরায়,
যানিনা কি হবে ?
তবু তোমার প্রতিক্ষায় জানিও
আজও মন থাকে ।
ভাবিনি কোল ছেরে,মেঘের পরে মেঘ
আড়াল করা সৃষ্টি করবে ভেদ,
বৈকাল না হতেই মাটিতে ঝড়া ফুল
যানতে চাইনি আমি কোথায় ভেদাভেদ
চেয়েছি তোমার ভালবাসা,শুনতে মুখের কথা
কি যানি কি আমার ভাগ্যের নির্মম ছেদ ?
যেখানে পারোনা তুমি একটু সময় দিতে
আলোর গ্রীলে রাখতে হাত
তবে কি করে বুঝবে তুমি,বুঝবে তার সাধ,
বন্ধি কুটিরে আবদ্ধ,আমায় করো জব্দ
যাও যতটুকু সুযোগ মেলে
তা তুমি নিরবতায় করে দাও স্যাঁত ।
মাঝে মাঝে আমি বড় কষ্টে
তোমাদের বাড়ি থেকে ফিরলে
ধূমপান সেই মুহূর্তে হয়ে যায় সঙ্গী,
যদি ও তা আমার নয় নিত্যনিতী
ভাবি অনেক কিছু তুমি তা করে দাও পিষ্ট
সব কিছু ছুরে ফেলে ভাবি,তোমার কাছে বুঝি নিকৃষ্ট ।
গতানুগতিক ধারায় ভালবাসি তোমায় সধায়
পেতে ইচ্ছে করে মন,ভুলে যায় ক্ষণ এ ধরায়,
যানিনা কি হবে ?
তবু তোমার প্রতিক্ষায় জানিও
আজও মন থাকে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ০৮/০১/২০১৫সুন্দর
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৮/০১/২০১৫বরাবরেরই মতই ভালো লিখেছেন.................
-
সুবীর কাস্মীর পেরেরা ০৮/০১/২০১৫ভাল লাগল
-
অ ০৭/০১/২০১৫সুন্দর ।
বানানের প্রতি যত্ন নিতে হবে । -
সুলতান মাহমুদ ০৭/০১/২০১৫nice