বন্ধু তুমি আইসো
এইতো আমার মনের বাড়ি বন্ধু তুমি আইসো
বুকের খাটে শুইতে দেবো ভাল তুমি বাইসো ।
সুখের জমিন চাষ করিবো তুমি হলে ফুল
হৃদয়ের ফুলদানিতে রাখবো করে আনন্দেরই কুল ।
তোমার লাগি চব্বিশ ঘন্টা
রাখলাম মনের দরজা খোলা, বন্ধু তুমি আইসো ।
হাসি খুশি সধায় রঙে রংধনুতে খেলবো
ভালবাসার পানশী বেয়ে দু'জন মিলে সংসারেতে মাতবো ।
তুমি যদি থাকো রাজি আইসো আজি
যানিও ডাকবো কাজী, বন্ধু তুমি আইসো ।
এম.এ.করিম শুভ বলে
এই মনেতে তুমি কেবল রাণী
তোমার জন্যে রাখবো বাজি এইতো আমার বাণী ।
যতই আসুক ব্যথা বাধা বিধুক কাঁটা
তুমি হবে বধু আমি স্বামী,বন্ধু তুমি আইসো ।
বুকের খাটে শুইতে দেবো ভাল তুমি বাইসো ।
সুখের জমিন চাষ করিবো তুমি হলে ফুল
হৃদয়ের ফুলদানিতে রাখবো করে আনন্দেরই কুল ।
তোমার লাগি চব্বিশ ঘন্টা
রাখলাম মনের দরজা খোলা, বন্ধু তুমি আইসো ।
হাসি খুশি সধায় রঙে রংধনুতে খেলবো
ভালবাসার পানশী বেয়ে দু'জন মিলে সংসারেতে মাতবো ।
তুমি যদি থাকো রাজি আইসো আজি
যানিও ডাকবো কাজী, বন্ধু তুমি আইসো ।
এম.এ.করিম শুভ বলে
এই মনেতে তুমি কেবল রাণী
তোমার জন্যে রাখবো বাজি এইতো আমার বাণী ।
যতই আসুক ব্যথা বাধা বিধুক কাঁটা
তুমি হবে বধু আমি স্বামী,বন্ধু তুমি আইসো ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২১/০১/২০১৫fine antu mil fine lekha
-
শিমুল শুভ্র ২৯/১২/২০১৪গীতকাব্য সুর করলে দারুণ হবে ।
-
অ ২৯/১২/২০১৪গান নাকি?
-
Pp ২৯/১২/২০১৪অসম্ভব সুন্দর কবি
-
কৌশিক আজাদ প্রণয় ২৮/১২/২০১৪অনেকটা পল্লীগীতির মতো। বেশ লাগলো।