www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্ধু তুমি আইসো

এইতো আমার মনের বাড়ি বন্ধু তুমি আইসো
বুকের খাটে শুইতে দেবো ভাল তুমি বাইসো ।
সুখের জমিন চাষ করিবো তুমি হলে ফুল
হৃদয়ের ফুলদানিতে রাখবো করে আনন্দেরই কুল ।
তোমার লাগি চব্বিশ ঘন্টা
রাখলাম মনের দরজা খোলা, বন্ধু তুমি আইসো ।
হাসি খুশি সধায় রঙে রংধনুতে খেলবো
ভালবাসার পানশী বেয়ে দু'জন মিলে সংসারেতে মাতবো ।
তুমি যদি থাকো রাজি আইসো আজি
যানিও ডাকবো কাজী, বন্ধু তুমি আইসো ।
এম.এ.করিম শুভ বলে
এই মনেতে তুমি কেবল রাণী
তোমার জন্যে রাখবো বাজি এইতো আমার বাণী ।
যতই আসুক ব্যথা বাধা বিধুক কাঁটা
তুমি হবে বধু আমি স্বামী,বন্ধু তুমি আইসো ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast