কন্যা লাগাম দাও
কন্যা লাগাম দাও মুখ তোমার
বইলোনা আর তুমি
এই দেখো ভালোবাসার পয়গাম আনছি আমি
কন্যা চোখ খোল
কন্যা চোখ খোল একবার দেখো
আমায় কিংবা শত মুখ
প্রেমে পড়লে বুঝবে সখি
কত আছে সুখ ?
ভালোবাসার কদর কত রূপের মতো
চোখের পড়েনা পলক
এক নজর দেখলে তোমায়
দেখি আনন্দেরই ঝলক ।
আমায় ভালোবাসো নাইবা বাসো
তাতে দুঃখ নাই
প্রেম নামের সুখ পাখিটা
ধরো একবার তাই ।
ভেবে দেখো কি পেয়েছি ?
আমিও তাই
অবশেষে যাচাই করে দেখি
তোমায় আমি চাই
তোমার ভালবাসা চাই
নইলে আমার মরণ বুকে
হবে কবু ঠাঁই ।
বইলোনা আর তুমি
এই দেখো ভালোবাসার পয়গাম আনছি আমি
কন্যা চোখ খোল
কন্যা চোখ খোল একবার দেখো
আমায় কিংবা শত মুখ
প্রেমে পড়লে বুঝবে সখি
কত আছে সুখ ?
ভালোবাসার কদর কত রূপের মতো
চোখের পড়েনা পলক
এক নজর দেখলে তোমায়
দেখি আনন্দেরই ঝলক ।
আমায় ভালোবাসো নাইবা বাসো
তাতে দুঃখ নাই
প্রেম নামের সুখ পাখিটা
ধরো একবার তাই ।
ভেবে দেখো কি পেয়েছি ?
আমিও তাই
অবশেষে যাচাই করে দেখি
তোমায় আমি চাই
তোমার ভালবাসা চাই
নইলে আমার মরণ বুকে
হবে কবু ঠাঁই ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ২৬/১২/২০১৪সুন্দর হয়েছে, কিন্তু শেষ লাইনের বানানে একটু ভুল আছে।
-
কৌশিক আজাদ প্রণয় ০৮/১২/২০১৪ভালোবাসার অকুণ্ঠ বোধ প্রতিষ্ঠিত হয়েছে কবিতায়। বেশ ভালো লাগলো কবিতাটি পরে। তবে কবি, আপনি শুরুতে আঞ্চলিকতা ব্যবহার করেও পরে প্রমিত বাংলায় ফিরে গেলেন। যেকোনো একটি ব্যবহার করলে বেশী ভাল হতো।