www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার মাঝে কি যাদু

তোমার জন্য বড় পাগল আমি
কেন কিসের কারণ কি দেখেছি তোমার মাঝে ?
তোমার মাঝে কি যাদু আছে ?
কি মন্ত্র তন্ত্র যানো ?
যা হৃদয় সারাক্ষণ তোমায় খোঁজে ।

তোমার রূপে কি এমন আছে ?
তুমিতো এতো রূপসী নও,চাদের উপমা ফুল ও নও
তবে কিসের ,কেন তোমার কাছে ছুটে আসি ?
হায়রে ভাগ্যের লিখন ! এরই নাম প্রেম
এরই নাম ভালোবাসা ।

মন মানে না সাদা কালো,মন মানে না জাত কুল
চোখের নেশা এমনই নেশা,প্রাণ ছটফট না দেখিলে ক্ষণ,
এখনই যেন হয়ে যাবে মরণ ।

চোখের পরেনা পলক,দেখিলে তোমার ঝলক, হায় রে ভালোবাসা !
সফল হোক,পূর্ণতা লাভ করুক,আন্তরিক প্রার্থনা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast