www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পুরনো গল্প নতুন করে

পুরনো গল্প কি আর বলবো
নতুন করে
আমিতো পুড়ছি জ্বলে জ্বলে পুড়ছি
ইটের ভাটায় ইট যেমন পুড়ে
তেমন করে ।

হয়তো ছিলো জানি ভুল বুঝাবুঝি
কারণ দর্শাবে তুমি
যে দিনগুলো গিয়েছে চলে
সে দিন কিগো আসবে ফিরে ?
তেমন করে
মাছ যেমন জলেই বসবাস করে ।

আজও তেমনই জানিও বড় কষ্ট হয়
বিশ্বাস ভেঙ্গেছো তুমি
যে স্বপ্নগুলো হয়েছে গুড়ো
বলো তা লাগবে কি জোড়া ?
তেমন করে
একুল ভেঙ্গে নদী যেমন ওকুল গড়ে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast