পুরনো গল্প নতুন করে
পুরনো গল্প কি আর বলবো
নতুন করে
আমিতো পুড়ছি জ্বলে জ্বলে পুড়ছি
ইটের ভাটায় ইট যেমন পুড়ে
তেমন করে ।
হয়তো ছিলো জানি ভুল বুঝাবুঝি
কারণ দর্শাবে তুমি
যে দিনগুলো গিয়েছে চলে
সে দিন কিগো আসবে ফিরে ?
তেমন করে
মাছ যেমন জলেই বসবাস করে ।
আজও তেমনই জানিও বড় কষ্ট হয়
বিশ্বাস ভেঙ্গেছো তুমি
যে স্বপ্নগুলো হয়েছে গুড়ো
বলো তা লাগবে কি জোড়া ?
তেমন করে
একুল ভেঙ্গে নদী যেমন ওকুল গড়ে ।
নতুন করে
আমিতো পুড়ছি জ্বলে জ্বলে পুড়ছি
ইটের ভাটায় ইট যেমন পুড়ে
তেমন করে ।
হয়তো ছিলো জানি ভুল বুঝাবুঝি
কারণ দর্শাবে তুমি
যে দিনগুলো গিয়েছে চলে
সে দিন কিগো আসবে ফিরে ?
তেমন করে
মাছ যেমন জলেই বসবাস করে ।
আজও তেমনই জানিও বড় কষ্ট হয়
বিশ্বাস ভেঙ্গেছো তুমি
যে স্বপ্নগুলো হয়েছে গুড়ো
বলো তা লাগবে কি জোড়া ?
তেমন করে
একুল ভেঙ্গে নদী যেমন ওকুল গড়ে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবিদ আল আহসান ০৭/১২/২০১৪দারুণ কবিতা
-
অ ০৭/১২/২০১৪ভালো ।
-
স্বাধীন ০৭/১২/২০১৪এইভাবে লিখে যান একদিন না একদিন কবির খাতায় নাম ঠিকই লিখে ফেলবেন
-
কৌশিক আজাদ প্রণয় ০৭/১২/২০১৪খুব বেশী ভালো লাগেনি কবি। বেশ সস্তা বোধের প্রকাশ হয়েছে। আপনার আরও লেখা পড়েছি। সেই অনুযায়ী এটি খুবই অপরিপক্ব একটি সৃষ্টি। আমার মন্তব্যে অসন্তুষ্ট হবেন না কবি। আপনার কাছ থেকে আরও দৃপ্ত লেখা আশা করি।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৭/১২/২০১৪ভালো লাগলো.............
-
সুদীপ্তবিশ্বাস ০৭/১২/২০১৪অসাধারণ