বিরহের কামড়
তুমি গিয়েছো চলে
শূণ্যতা বিরাজ করে
আলো আধারির খেলায়,
পরশ ভুলিয়ে ছিলে
তোমার বুকে আমার মাথা
রাখিয়ে ছিলে
বুঝিয়ে দিয়ে ছিলে
কাকে বলে ভালোবাসা ?
সেই তুমি বলো কেমন করে
হৃদয় ভেঙ্গে পর করে দিলে
ক্ষত বিক্ষত মনের দেহ
পারি না সইতে বেদনা ।
দুঃখের অশ্রুজল করে টলমল
অথৈ সাগর হার মেনে যায়
বিশ্বাসে সাজানো মনের পাড়া
বিরহের কামড় ছোবলেই সাড়া ।
শূণ্যতা বিরাজ করে
আলো আধারির খেলায়,
পরশ ভুলিয়ে ছিলে
তোমার বুকে আমার মাথা
রাখিয়ে ছিলে
বুঝিয়ে দিয়ে ছিলে
কাকে বলে ভালোবাসা ?
সেই তুমি বলো কেমন করে
হৃদয় ভেঙ্গে পর করে দিলে
ক্ষত বিক্ষত মনের দেহ
পারি না সইতে বেদনা ।
দুঃখের অশ্রুজল করে টলমল
অথৈ সাগর হার মেনে যায়
বিশ্বাসে সাজানো মনের পাড়া
বিরহের কামড় ছোবলেই সাড়া ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবিদ আল আহসান ০৭/১২/২০১৪
-
সাইদুর রহমান ০৪/১২/২০১৪খু-ব সুন্দর কবিতাটি।
শুভেচ্ছা রইলো। -
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ০৪/১২/২০১৪অনবদ্য লেখনী!
-
অ ০৪/১২/২০১৪বেশ ভাল ।
বিরহের জল যেন করে টলমল ।
ধন্যবাদ । -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/১২/২০১৪খুব দুঃখ পেলাম। এত কষ্ট দিয়ে কেনো চলে যায়...............?
অথৈ সাগর হার মেনে যায়
বিশ্বাসে সাজানো মনের পাড়া
বিরহের কামড় ছোবলেই সাড়া ।
দারুণ লিখেছেন