যৌবনের ফাগুণের রঙ
বহুদিন পর যৌবনের ফাগুনের রঙে
প্রেম ভালোবাসার হিসাব কষতে গিয়ে
হিসাবে গরমিল জীবন বাজেটে
নৈতিংষ্ম সত্ত্বা আবরণ ডেকে
আলোর সীমা রেখা অতিক্রম
বাস্তব গতিশীল কল্প জগৎ
সুশীল সবুজ মুগ্ধকর চিত্র
মনে পরে অশার মিত্র্য ।
গল্পের মতো দৃশ্যনাট্য
বাকি যা,তা ইতিহাস
সংশয় ভয় চিরতা
আশায় জাগায় সুবাতাস ।
কি করি কি বলি,হিসাব মেলে না যে
কালের খেয়ায় ভাসে অশ্রু,একটু সুখের স্বপ্নতে ।
তবু লিখি প্রতিদিনই
একটু একটু মায়াবী জড়তা
যদি উত্তর মিলে যায়
যা চাওয়া পূর্ণ বারতা ।
প্রেম ভালোবাসার হিসাব কষতে গিয়ে
হিসাবে গরমিল জীবন বাজেটে
নৈতিংষ্ম সত্ত্বা আবরণ ডেকে
আলোর সীমা রেখা অতিক্রম
বাস্তব গতিশীল কল্প জগৎ
সুশীল সবুজ মুগ্ধকর চিত্র
মনে পরে অশার মিত্র্য ।
গল্পের মতো দৃশ্যনাট্য
বাকি যা,তা ইতিহাস
সংশয় ভয় চিরতা
আশায় জাগায় সুবাতাস ।
কি করি কি বলি,হিসাব মেলে না যে
কালের খেয়ায় ভাসে অশ্রু,একটু সুখের স্বপ্নতে ।
তবু লিখি প্রতিদিনই
একটু একটু মায়াবী জড়তা
যদি উত্তর মিলে যায়
যা চাওয়া পূর্ণ বারতা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ০৩/১২/২০১৪দারুন!
-
অ ০৩/১২/২০১৪সুন্দর ।
-
অনিরুদ্ধ বুলবুল ০৩/১২/২০১৪সুন্দর শব্দচয়ন ভালই। শব্দগুলো সুসামঞ্জস্য হলে ভাবটা পরিস্কার হয়। আর বানানে বিশেষ নজর দিতে হবে কবি। আমিও অনেক ভুল করি তবু সাধারণ বানান ভুল হলে ভাল লাগে না। সম্ভব হলে হাতের কাছে অভিধান রাখুন। ধন্যবাদ।
-
সুলতান মাহমুদ ০৩/১২/২০১৪nice