রাতের ঘুম শেষে
কোন একদিন হঠাৎ যদি আমি
রাতের ঘুম শেষে সকালে না উঠি
ক্ষমা করে দিও তুমি,
ভুল করে ভালোবাসায় অপরাধ হয় যদি
যানি ও ততক্ষণে মরনের হয়েছি আমি ।
প্রথম তোমার ছোয়া এক গুচ্ছ ফুলের তোড়া
তেমনই সাজের এ গুচ্ছ ফুলের তোড়া
কবর পাশে রাখিও আমার
এ আমার শেষ অনুরোধ
অন্তর মহিমায় সুখ হোক তোমার মুঠি মুঠি ।
আশা যা স্বপ্ন রাঙ্গা আনন্দে ভাসিয়ে নিও নাও
বৃষ্টির নদীর স্নান করিয়ে নিও চোখ দু'টো কান্নায়
সে কান্নায় শেষ কান্নায় কাদিও
আর কোন দিন ফেলতে হবে না জল
আর্শিবাদ রইলো আমার হোক তোমার শান্তি সর্বপরি ।
রাতের ঘুম শেষে সকালে না উঠি
ক্ষমা করে দিও তুমি,
ভুল করে ভালোবাসায় অপরাধ হয় যদি
যানি ও ততক্ষণে মরনের হয়েছি আমি ।
প্রথম তোমার ছোয়া এক গুচ্ছ ফুলের তোড়া
তেমনই সাজের এ গুচ্ছ ফুলের তোড়া
কবর পাশে রাখিও আমার
এ আমার শেষ অনুরোধ
অন্তর মহিমায় সুখ হোক তোমার মুঠি মুঠি ।
আশা যা স্বপ্ন রাঙ্গা আনন্দে ভাসিয়ে নিও নাও
বৃষ্টির নদীর স্নান করিয়ে নিও চোখ দু'টো কান্নায়
সে কান্নায় শেষ কান্নায় কাদিও
আর কোন দিন ফেলতে হবে না জল
আর্শিবাদ রইলো আমার হোক তোমার শান্তি সর্বপরি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ০৩/১২/২০১৪খুব ভালো লাগলো!
-
অনিরুদ্ধ বুলবুল ০২/১২/২০১৪ভাল লিখেছেন কবি।
বানানে একটু নজর দিতে হবে। -
আহমাদ সাজিদ ০২/১২/২০১৪সুন্দর।
-
মনিরুজ্জামান শুভ্র ০২/১২/২০১৪ভাল লিখেছেন । ভাল লাগলো ।
-
অ ০২/১২/২০১৪ভালো ।
-
... ০২/১২/২০১৪ভালো।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০২/১২/২০১৪ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু................................?
ভালো লাগলো লেখাটি............. -
রক্তিম ০২/১২/২০১৪হোক শান্তি ।