যেমন তেমনই ভালোবাসা পাবে
তুমি থাকিবা আমি থাকিবো
আবার কেউই চিরদিন থাকিবো না
শূণ্যে পরে থাকবে স্মৃতি দেহ,
পূর্ণতা পাবে ভালো কাজে
নইলে জঘন্যতা,ধিক্কার
অগোচরে রয়ে যাবে স্নেহ ।
তুমি যদি আমার জন্যে
দাড়িয়ে থাকো ফুল হাতে
আমিও দাড়াবো যদি মনুষ্যত্ব থাকে
তেমনই এক গুচ্ছ ফুলে ।
তাই যে যেমন কর্মে
সে তেমন ফল ভোগে
অতএব,
যে যেমন ভালোবাসবে
সে তেমনই ভালোবাসা পাবে ।
আবার কেউই চিরদিন থাকিবো না
শূণ্যে পরে থাকবে স্মৃতি দেহ,
পূর্ণতা পাবে ভালো কাজে
নইলে জঘন্যতা,ধিক্কার
অগোচরে রয়ে যাবে স্নেহ ।
তুমি যদি আমার জন্যে
দাড়িয়ে থাকো ফুল হাতে
আমিও দাড়াবো যদি মনুষ্যত্ব থাকে
তেমনই এক গুচ্ছ ফুলে ।
তাই যে যেমন কর্মে
সে তেমন ফল ভোগে
অতএব,
যে যেমন ভালোবাসবে
সে তেমনই ভালোবাসা পাবে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
উদ্বাস্তু নিশাচর ২৬/১১/২০১৪অনিবার্য সত্যটা কবিতায় মুগ্ধতা ছড়িয়েছে
-
... ২৫/১১/২০১৪ভালোই লিখেছেন কবি!
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৫/১১/২০১৪কিঞ্চিত দ্বিমত। লেখা ঠিক আছে। আর দ্বিমতটা হলো। আমিতো শুধু ভালোবাসা দিতেই খুশি.................
-
পার্থ সাহা ২৪/১১/২০১৪vlo
-
জসীম উদ্দীন মুহম্মদ ২৪/১১/২০১৪কবিতার নামকরনে ... মুগ্ধ।