দুঃখের জলে ভাসলাম যখন
দুঃখের জলে ভাসলাম যখন
কারো নজর পড়লো না তখন
নজর পড়লো ভালোবাসলাম
কাড়ে নিয়ে স্বপ্ন দেখলাম
রঙে রঙে ছবি আঁকলাম
বাঁধলাম কোন পিন্ঞ্জরে
বর্ণে বর্ণে কাব্য গাঁথলাম
কার বর্ণনার রূপ ধরে
কোন নদীর ঘাটে বসে
লিখলাম চিঠি মন মাধুরীত মিশে
কোন মােবাইলে করলাম আলাপ
কোন নাম্বারে দিলাম ফ্যাক্স
কোন আইডিতে করলাম ই-মেইল
কোন কুলেতে ভাসাইয়া সুখ
নিত্য চেটে চলিছে ফেসবুক
সে দরিয়ায় ভাবি অযথাই
আসল সন্ধ্যান করি না
ভালো কারো চাই না
মন পিপাসা মিটে না
সধায় ভাবিয়া ক্ষতি কারো চাই না
ক্ষতি কারো করো না
যে ক্ষতি অন্যের জন্যে
সে ক্ষতিতে তুমি ও পরবে না
গ্যারান্ট কে দেবে ।
কারো নজর পড়লো না তখন
নজর পড়লো ভালোবাসলাম
কাড়ে নিয়ে স্বপ্ন দেখলাম
রঙে রঙে ছবি আঁকলাম
বাঁধলাম কোন পিন্ঞ্জরে
বর্ণে বর্ণে কাব্য গাঁথলাম
কার বর্ণনার রূপ ধরে
কোন নদীর ঘাটে বসে
লিখলাম চিঠি মন মাধুরীত মিশে
কোন মােবাইলে করলাম আলাপ
কোন নাম্বারে দিলাম ফ্যাক্স
কোন আইডিতে করলাম ই-মেইল
কোন কুলেতে ভাসাইয়া সুখ
নিত্য চেটে চলিছে ফেসবুক
সে দরিয়ায় ভাবি অযথাই
আসল সন্ধ্যান করি না
ভালো কারো চাই না
মন পিপাসা মিটে না
সধায় ভাবিয়া ক্ষতি কারো চাই না
ক্ষতি কারো করো না
যে ক্ষতি অন্যের জন্যে
সে ক্ষতিতে তুমি ও পরবে না
গ্যারান্ট কে দেবে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ২৩/১১/২০১৪ভালো লিখেছেন
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১১/২০১৪শেষের জ্ঞানের কথা গুলো ভালো লাগলো..............................
-
একনিষ্ঠ অনুগত ২১/১১/২০১৪হুম... ঠিক বলেছেন।।
-
পিয়ালী দত্ত ২০/১১/২০১৪খুব সুন্দর
-
জে এস সাব্বির ২০/১১/২০১৪খুব সুন্দর গোছানো কবিতা ।কবিকে অভিনন্দন ।
-
অনিরুদ্ধ বুলবুল ২০/১১/২০১৪ভাবনাটা বেশ ভাল
অভিনন্দন-