অদ্ভূত রকম ভালোলাগা
তোমাকে দেখা কাছাকাছি পাশাপাশি
অদ্ভূত রকম ভালোলাগা শুধু স্বপ্ন দেখা
এর বেশি কিছু হবে না জানি বাস্তবতা
কারণ ভালোলাগা আমার মাঝে
বাকিটা তাহার মাঝে সে সীমাবদ্ধ
যানা হবে না বলা হবে না কোনদিন
এই লেখার মাঝেই আধিপত্য চিরদিন
বিস্মৃত ঘটে বেড়ে উঠবে স্বপ্নের ভাবনার ভেতর
আর বর্ণিল আয়োজন সাজবে অগোচরে
তুমি রবে আমার হৃদয়ের মণি কোঠায়
আর আমি রবো তোমার কাছে অপরিচিত এক মুখ
তা নিয়ে ভাবিনা, কি করলে মনে তুমি
আমি যানি আমার কাছে তুমি কি ?
অনন্যা, রূপসী মন কেড়ে নেবার মতো একজনের একজন
ভাবতে ভাবেত বাণীর আয়োজন করতে করতে
সময় ফুরিয়ে যাবে লেখার কালি হয়তো ফুরিয়ে যাবে
কিন্তু তোমাকে নিয়ে ভাবনা ফুরাবে না ।
অদ্ভূত রকম ভালোলাগা শুধু স্বপ্ন দেখা
এর বেশি কিছু হবে না জানি বাস্তবতা
কারণ ভালোলাগা আমার মাঝে
বাকিটা তাহার মাঝে সে সীমাবদ্ধ
যানা হবে না বলা হবে না কোনদিন
এই লেখার মাঝেই আধিপত্য চিরদিন
বিস্মৃত ঘটে বেড়ে উঠবে স্বপ্নের ভাবনার ভেতর
আর বর্ণিল আয়োজন সাজবে অগোচরে
তুমি রবে আমার হৃদয়ের মণি কোঠায়
আর আমি রবো তোমার কাছে অপরিচিত এক মুখ
তা নিয়ে ভাবিনা, কি করলে মনে তুমি
আমি যানি আমার কাছে তুমি কি ?
অনন্যা, রূপসী মন কেড়ে নেবার মতো একজনের একজন
ভাবতে ভাবেত বাণীর আয়োজন করতে করতে
সময় ফুরিয়ে যাবে লেখার কালি হয়তো ফুরিয়ে যাবে
কিন্তু তোমাকে নিয়ে ভাবনা ফুরাবে না ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১১/২০১৪শুধু এইটুকুই বলতে ইচ্ছে করছে "কজ দিজ ইজ পিউর লাভ".......................
-
একনিষ্ঠ অনুগত ২১/১১/২০১৪প্রেমিক মনের সুন্দর অনুভূতি ফুটে উঠেছে, অনেক ভালো লাগলো ।
-
অনিরুদ্ধ বুলবুল ২০/১১/২০১৪প্রেমিক মনের গহীনে কত ভাবনাই না লুকিয়ে থাকে। কবিতায় কবি সেগুলোকে চিত্রায়িত করেছেন। ভাল লাগল।
বানান দেখুনঃ জানি/আধিপত্য/মণি/রূপসী
ধন্যবাদ কবি - -
রক্তিম ২০/১১/২০১৪একটু সাহস করলে হয়তো বলা যায় । বলে ফেললে হয়তো নদীর এপারে নি ওপারে একদিকে ঠায় হ্য় । একটা অবস্থান বোঝা যায় । অনেক কেন ? আমি ও পারিনি না দেখা লক্ষন রেখা লংঘন করতে ।থাকনা না বলা কথা অন্তরে ।