www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পালকি

তুমি বধু সেজে পরের ঘরে
গেলে চলে আমায় ছেড়ে,
যেন একটা দুঃখের বোঝা
বলিবার নাই কোন ভাষা,
ভাবছি ও তাই কি কারণ ?
চার বেয়ারার কাঁধে
পালকি উঠবার আগে
হয়নি আমার মরণ ,
ও বিধিরে-------
সেই মুহূর্তে দু'চোখ তোমার
আমায় কিগো দেখে নিরে ।
তোমার আমার প্রেমের স্মৃতি
কোন কারনে গঙ্গা নদী,
সাধের ময়না কোন সে কথায়
ভুল বুঝে দিলে ব্যথায়,
এই যদিগো তবে------
চার বেহারার কাঁধে
পালকি উঠবার আগে
হয়নি আমার মরণ ।
উঠতে যদি মরে গিয়ে
আমার কাঁধে লাশ হয়ে,
তাইতো বোধ হয় ছিলো ভালো
দেখতে হতো না আলো,
ফুল শয্যার ঘরে,
ও বিধিরে--------
চার বেয়ারার কাঁধে
পালকি উঠবার আগে
হয়নি আমার মরণ ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast