চোরাবালি
আগুন নিয়ে খেলাখেলি
পাগলামি আর মাতামাতি
জয়ের নেশায় শান্তমনি
অশান্তিরবান টানাটানি
কোথায় গেলে পাবো আমি
হাত বাড়ালেই জোস্মার ছড়াছড়ি ।
কালের খেয়ায় ভাসবো বলে
মন দিলাম তাই আশা করে
সে আশা যে গুড়োবালি
দুঃখ দিবে হাতে তালি
ভাবিনি ভাবিনি আমি
মনে ছিলোনা কোন কালি ।
অবশেষে ভাবনার জালে
নিজেকে নিজেই ধরে
শুধিয়ে নিলাম বুঝিয়ে নিলাম
মনটাকে যাকে করেছি নিলাম
সেইই যখন চোরাবালি
কার মাঝে এখন সাঁতার কাঁটি ।
পাগলামি আর মাতামাতি
জয়ের নেশায় শান্তমনি
অশান্তিরবান টানাটানি
কোথায় গেলে পাবো আমি
হাত বাড়ালেই জোস্মার ছড়াছড়ি ।
কালের খেয়ায় ভাসবো বলে
মন দিলাম তাই আশা করে
সে আশা যে গুড়োবালি
দুঃখ দিবে হাতে তালি
ভাবিনি ভাবিনি আমি
মনে ছিলোনা কোন কালি ।
অবশেষে ভাবনার জালে
নিজেকে নিজেই ধরে
শুধিয়ে নিলাম বুঝিয়ে নিলাম
মনটাকে যাকে করেছি নিলাম
সেইই যখন চোরাবালি
কার মাঝে এখন সাঁতার কাঁটি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ২৩/১১/২০১৪তবুও ভালো লাগলো ৷ অবয়ব যেমনই হোক কবিতা দারুন হয়েছে ৷
-
একনিষ্ঠ অনুগত ১৯/১১/২০১৪সুন্দর একটি...
-
অনিরুদ্ধ বুলবুল ১৮/১১/২০১৪অন্যত্র পড়েছি, মন্তব্যও রেখেছি।
কবিতার সেটিংস এ নান্দনীকতা আনতে চেয়েছেন।
কবিতায় আমরা অনেকেই নিয়ম নীতি জানি না, জানলেও মানি না। নিয়মনীতি না মেনেও যদি কাব্যিকতা থাকে এবং কবিতা সুখপাঠ্য হয়, পাঠক স্বচ্ছন্দে পড়তে পারেন, কোথাও হোঁচট না খান তাতেও পাঠক কবিতার রসাস্বাদন করতে পারেন।
যথেষ্ট দক্ষ ও কুশলী না হয়ে কারুকাজ করতে গেলে হীতে বিপরীত ফল আসে। সুতরাং আপাতত সাধাসিধা সেটিংসই ভাল। একটু বাড়াবাড়ি করলাম কি? বন্ধু ভেবেই বলছি -
ধন্যবাদ কবি। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৮/১১/২০১৪কবিতা সাজানোর স্টাইলটা দারুন হয়েছে...........
-
রক্তিম ১৮/১১/২০১৪বাহ সুন্দর তো । নিজের ভাবনা কেমন প্রজাপতির মত পাখনা মেলে দিল । বেশ লাগল...।
-
সুলতান মাহমুদ ১৮/১১/২০১৪nice one!