কার ছিলো ভুল
কার ছিলো ভুল,কিসেরই কারণ
সে কথা জানতে কাঁদে দু'নয়ন,
ভাবনার তীরে জমা আছে যা দুঃখগুলি
দিন বদলের এই আদলে সব কিছু ভুলি
চলো না হাতে হাত রাখি,
এবারই প্রথম তুমি ।
তুমি তুমি জানিও আমিও জানিবো,চলো
এবারই প্রথম তুমি ।
চলে গিয়েছো মন ভেঙ্গেছো
আমি কেঁদেছি তুমি সুখ খুঁজেছো
আজ যেনেছি নেই তুমি
যে সুখের জন্য পাগল হয়েছিলে,
যানিও তুমি এইতো আমি
সব ভুলে তোমাকে
নতুন করে যেন দেখেছি
তোমার প্রেমে পড়েছি ।
আমাকে যদি আজও মনে করো
মান অভিমান সকল ভুলে
পিছু স্মৃতি ঝেড়ে ফেলে
এক গুচ্ছ ফুল হাতে
ফিরে আসিও,এই যানিও
এর আগে কখনো হয়নি দেখা
এবারই প্রথম আমি
এবারই প্রথম তুমি ।
সে কথা জানতে কাঁদে দু'নয়ন,
ভাবনার তীরে জমা আছে যা দুঃখগুলি
দিন বদলের এই আদলে সব কিছু ভুলি
চলো না হাতে হাত রাখি,
এবারই প্রথম তুমি ।
তুমি তুমি জানিও আমিও জানিবো,চলো
এবারই প্রথম তুমি ।
চলে গিয়েছো মন ভেঙ্গেছো
আমি কেঁদেছি তুমি সুখ খুঁজেছো
আজ যেনেছি নেই তুমি
যে সুখের জন্য পাগল হয়েছিলে,
যানিও তুমি এইতো আমি
সব ভুলে তোমাকে
নতুন করে যেন দেখেছি
তোমার প্রেমে পড়েছি ।
আমাকে যদি আজও মনে করো
মান অভিমান সকল ভুলে
পিছু স্মৃতি ঝেড়ে ফেলে
এক গুচ্ছ ফুল হাতে
ফিরে আসিও,এই যানিও
এর আগে কখনো হয়নি দেখা
এবারই প্রথম আমি
এবারই প্রথম তুমি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৮/১১/২০১৪বানাগুলো দেখে নিলে কবিতার মান আরো ভালো হবে।.............
-
স্বপন রোজারিও(১) ১৭/১১/২০১৪যানি হবে জানি