www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি কবু নইতো দূরে

ছুয়ে দেখো মাটি,কতটুকু খাটি
এ দেহ মন প্রাণ ভালবাসা,
আগুনে চোখ রাখো, পুড়ে পুড়ে জ্বলো
পাবে দেখা কতটুকু,জেগে আছে আশা ।
উথলা ঢেউ খেলে,হাত রাখো ঐ জলে
খুঁজে পাবে তল, কে দিয়েছে কল ?
আপন মনে সঙ্গী হয়ে,স্বপ্ন কোণে
করেছে দখল,জাগিয়ে তোলা প্রেম ইচ্ছে প্রবল ,
ওরে সবল ! লুটিয়ে খেলা আজ পাশা ।
মাটির কোলে সবুজ দোলে,ঐ না দূরে
পা বাড়ালেই আমায় পাবে,গভীর ভাবে
যেমন তোমার যতটুকু সঙ্গী করে
নাও গুছিয়ে, থাকলে পিছু জঞ্জাল যবে,
আমি কবু নইতো দূরে,সর্বস্তর তোমাতেই খাশা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast